শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ম্যাচ জিতে সবাইকে আনন্দ দেওয়ার সর্বোচ্চ চেষ্টাই করবো-মাশরাফি

bd engস্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের সেরাটা দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এ জন্য গত ২ দিন ধরে সর্বোচ্চ প্রস্তুতিই নিয়েছেন মাশরাফিরা।

অ্যাডিলেডের ওভালে সোমবার সাড়ে ৯টায় শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ। রবিবার অনুশীলন শুরুর আগে এক সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন,  আমাদের সামনে সত্যিকারের চ্যালেঞ্জ। ছেলেরা সবাই আত্মবিশ্বাসী। আমরা খুব রোমাঞ্চিত খেলার জন্য। আমরা আমাদের সেরা খেলাটা খেলার জন্য অপেক্ষা করছি। ম্যাচ জিতে সবাইকে আনন্দ দেওয়ার সর্বোচ্চ চেষ্টাই করবো আমরা।

দলে ইমরুলের থাকার সম্ভাবনা কতটুকু এ প্রশ্নে মাশরাফি বলেছেন, ‘ইমরুল কাল (শনিবার) এসে পৌঁছেছে, অনুশীলনও করেছে। অনুশীলনে ভাল করেছে। আজ (রবিবার) আরও একটা দিন আছে ওর(ইমরুল) প্রস্তুতি নেওয়ার। অবশ্যই ওর(ইমরুল) সুযোগ আছে খেলার। আমাদের ওপেনার ইনামুল ইনজুরি আক্রান্ত। ওর(এনামুল) জায়গায় এসেছে ইমরুল। খেলার সুযোগ অবশ্যই আছে ইমরুলের। আশা করব ইমরুল আত্মবিশ্বাসের সঙ্গে খেলবে। এই সুযোগটা ওর জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ ও বিশ্বকাপ টুর্নামেন্টে ছিলই না। যেহেতু একটা সুযোগ পেয়েছে এটা কাজে লাগানোর ভাল একটা অপশন সে (ইমরুল) পাচ্ছে।’

ইংল্যান্ডের জন্য এ ম্যাচটা ডু অর ডাই ম্যাচ। এই ম্যাচে স্নায়ুর চাপ থাকবে। এ সম্পর্কে মাশরাফি বললেন, ইংল্যান্ড চাপে থাকবে তাই আমাদের সুযোগ থাকবে। সবাই সবার কঠিন সময় থেকে বের হয়ে আসতে চাইবে। ছোট দলের বিপক্ষে খেলার সময় একটা চাপ তৈরি হয় এটাই স্বাভাবিক। এখন আমরা যদি এই সুযোগ নিতে পারি, দ্রুত সুযোগগুলো তৈরি করতে পারি। তবে এটা আমাদের সাহায্য করবে।

এমনও বলা হচ্ছে এই ম্যাচে বাংলাদেশ ফেভারিট এটা দলের জন্য কতটা স্বস্তির এ প্রশ্নে তিনি বলেছেন, ইংল্যান্ডের বাঁহাতি স্পিনাদের ব্যাপারে একটা ভীতি আছে, সেক্ষেত্রে একজন অতিরিক্ত স্পিনার খেলানোর কোন পরিকল্পনা আছে কিনা এ প্রশ্নে তিনি বলেছেন, ‘সুযোগ অবশ্যই আছে। আগের ম্যাচেও ছিল। আসলে সব সময় উইকেট, দলের কম্বিনেশন বিবেচনা করে মূল দলটা নির্বাচন করা হয়। মাঝে মাঝে আমারও মনে হয়েছে একটা স্পিনার খেলালে হয়তো ভাল হতো। আবার সব কিছু ব্যালেন্স করেও খেলতে হয়। কারণ কন্ডিশনটা সব সময় মানিয়ে নেওয়া যায় না। ইংল্যান্ডের বিপক্ষে অবশ্য স্পিনার খেলানোর সুযোগ আছে। আমি মনে করি ইংল্যান্ডের জন্য সুবিধা না হয়, এমন একটা দলই খেলানো হবে।’

এমসিজিতে বড় মাঠে ভাল হয়নি, অ্যাডিলেডে কি তাই কোনো নেতিবাচক কিছু কাজ করছে এ প্রশ্নে তিনি বলেছেন, ‘আমরা এই ধরনের মাঠে কখনই খেলে অভ্যস্ত নই। ভাল অবস্থানে থেকে এগুলো নিয়ে চিন্তা না করাই ভাল। বড় মাঠ কিংবা ছোট মাঠ এটা কোনো সমস্যা নয়। যদি আমরা আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে পারি এগুলো হয়তো কোনো সমস্যাই হবে না।’

 

এ জাতীয় আরও খবর

সালমান শাহ-শাকিব খানের মতোই জয়কে টার্গেট করা হলো : স্ত্রী নীড়

মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে ফিরছে দুই বাংলাদেশির লাশ

এক মিনিটের জন্য শেষ বিসিএসের স্বপ্ন, হাউমাউ করে কান্না

জাতীয় পার্টির কোনো রাজনীতি নেই: ফিরোজ রশিদ

গরমে সরবরাহ কম, আরও বেড়েছে সবজির দাম

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএনপির ৭৫ নেতা বহিষ্কার

১০ কোটি টাকার অনিয়ম, পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক

‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত’

‘মাশা আল্লাহ’ লিখে যে ‘খোঁচা’ দিলেন মুশফিক

গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী