আখাউড়া স্থল বন্দরে আমদানি রপ্তানী বন্ধ
মহিছুজ্জামান কাজল : শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্রাহ্মনবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানী বন্ধ রয়েছে। এর ফলে বন্দরে আটকা পড়েছে প্রায় দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক। সিএন্ডএফ সাধারন সম্পাদক মনির হোসেন বাবুল জানান, শনিবার আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে সরকারী ছুটি হওয়ায় আখাউড়া স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানীর সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তবে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। আগামীকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি রপ্তানী শুরু হবে।