শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্যানবেরা রাঙিয়ে এবার ব্রিসবেনে লাল-সবুজ ঢেউ

4_223592ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের ঢেউ ক্যানবেরায় আছড়ে পড়েছে একটু দেরিতেই। বিশ্বকাপ শুরু হয়েছে ১৪ ফেব্রুয়ারি। আর ক্যানবেরার মানুকা ওভালে প্রথম ম্যাচ হল বুধবার, বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে। শান্ত শহর ক্যানবেরায় বিশ্বকাপের আবির মেখে দিয়েছে বাংলাদেশ। শুধু সাকিব-মুশফিক-মাশরাফির পারফরম্যান্সই নয়, সিডনি ও ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশীদের লাল-সবুজ উৎসবে বিশ্বকাপে নতুন মাত্রা যোগ হয়েছে। ক্যানবেরা টাইমস লিখেছে, ‘মানুকা ওভাল প্রথম ম্যাচে বহুবিচিত্র সংস্কৃতি উৎসবের সঙ্গে প্রাণ ফিরে পেয়েছে।’ এবার বাংলাদেশের ব্রিসবেন রাঙানোর পালা।

জয় দিয়ে বিশ্বকাপ শুরুর পর মুশফিকদেরও ভয় দূর হয়েছে। অস্ট্রেলিয়ায় একের পর এক প্রস্তুতি ম্যাচে হারে হতাশ ছিলেন অধিনায়ক মাশরাফি মুর্তজা। এখন ে দল উজ্জীবিত দুর্দান্ত জয়ের সুবাদে। আÍবিশ্বাসের রসদ পেয়ে গেছে বাংলাদেশ। বৃহস্পতিবার ম্যাচ শেষে ক্যানবেরাতেই ছিল বাংলাদেশ দল। কাল ব্রিসবেনে বাংলাদেশ ঘাঁটি গেড়েছে। ক্যানবেরা থেকে স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে একটি ফ্লাইটে ব্রিসবেনে পৌঁছায় মাশরাফি বাহিনী। ব্রিসবেনেই বাংলাদেশকে সবচেয়ে বড় পরীক্ষা দিতে হবে। লড়াইটা উড়তে থাকা স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে। আগামীকাল ভাষা দিবসে এই ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। সবকিছু নিজেদের অনুকূলে থাকার পরও বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না অস্ট্রেলিয়া। সাকিবদের পেস দিয়ে উড়িয়ে দেয়ার পরিকল্পনা করছেন জনসনরা। যদিও বৈরী আবাহওয়া ম্যাচে বিঘœ ঘটতে পারে, এমন আশংকা রয়েছে। মুশফিকদের সামনে অচেনা ‘গ্যাবা’। পার্থের পরই যেখানে বিপজ্জনক বাউন্স ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় ফেলে দেয়। আবার এই ম্যাচ দিয়েই ফিরছেন অধিনায়ক মাইকেল ক্লার্ক। তাই বলে ক্যাঙ্গারুদের ডেরায় গিয়ে বাঘ কি কখনও ভয় পায়? বাংলাদেশও ব্রিসবেনে গিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে। বৃহস্পতিবার ব্রিসবেনে পৌঁছানোর পর বিশ্রামে কাটিয়েছে দল। আফগান-বধের রেশ যেন কাটছে না। কাল রাতে ব্রিসবেনের বাংলাদেশ প্রবাসীরা মাশরাফিদের সংবর্ধনা দিয়েছেন। আজ গ্যাবায় নিজেদের ঝালিয়ে নেবেন সাকিব-তামিমরা। অনুশীলন শেষে মিডিয়ার সঙ্গে কথা বলবেন দলের একজন খেলোয়াড়।

এ জাতীয় আরও খবর