ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের বিকল হওয়া ইঞ্জিনসহ ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে সরিয়ে আনায় ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অন্য একটি ইঞ্জিনের সাহায্যে ট্রেনটি স্টেশনে নিয়ে আসা হয়। এদিকে, বিলম্ব হওয়ায় চট্টলা এক্সপ্রেস ট্রেনটির যাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মহিদুর রহমান এসব বিষয় নিশ্চিত করেছেন।
এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে আশুগঞ্জের তালশহর রেলস্টেশনের অদূরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেলে চট্টগ্রাম-সিলেট থেকে ঢাকাগামী (আপলাইন) ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।