রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নাক্ষত্রিক বিস্ফোরণ ও মহাবিশ্ব

image_1067_160399আন্তর্জাতিক ডেস্ক :নোভা, সুপারনোভা, হাইপারনোভা এসব নাক্ষত্রিক বিস্ফোরণ মহাবিশ্বে হামেশাই ঘটতে দেখা যায়। তবে যখন জ্যোতির্বিজ্ঞানীরা সম্পূর্ণ ভিন্নরকম একটি বিস্ফোরণ আবিষ্কার করেন, তখন তাকে এক প্রকার বিরল ঘটনাই বলা চলে। নোভা হলো সেই নাক্ষত্রিক বিস্ফোরণ যা একটি শ্বেত বামন তারকার বিদীর্ণ হওয়ার ফলে ঘটে আর সুপারনোভা বিস্ফোরণ সেসব তারায় ঘটে যেসব তারা ১.৪ সূর্যভরের চেয়ে বেশি ভরবিশিষ্ট। নাসার হাবল স্পেস টেলিস্কোপ কিলোনোভা নামে একটি নতুন ধরনের নাক্ষত্রিক বিস্ফোরণ শনাক্ত করেছে। নিউট্রন তারার মতো দুটি অধিক ঘনত্বের বস্তুর মধ্যে যখন সংঘর্ষ ঘটে তখন এ ধরনের বিস্ফোরণ ঘটতে দেখা যায়। হাবল একটি কিলোনোভা থেকে ম্রিয়মাণ অগি্নগোলক পর্যবেক্ষণ করেছিল। এরপরই, হাবল পৃথিবী থেকে ৪০০ কোটি আলোকবর্ষ দূরে একটি ক্ষুদ্র গামা রশ্মি বিস্ফোরণ লক্ষ্য করে। এই পর্যবেক্ষণ শেষ পর্যন্ত ক্ষুদ্র গামা রশ্মি বিস্ফোরণের রহস্য উন্মোচন করে বলে মনে করেন এ-সংক্রান্ত গবেষণা পরিচালনাকারী গবেষক দলের নেতৃত্বে থাকা যুক্তরাজ্যের লিস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিয়াল তানভির। গামা রশ্মি বিস্ফোরণ হলো উচ্চশক্তি বিকিরণের ফলে সৃষ্ট আভা বা স্ফুলিঙ্গ। গামা রশ্মি বিস্ফোরণের সময় মহাকাশে এ ধরনের স্ফুলিঙ্গের বিক্ষিপ্ত সঞ্চারণ লক্ষ্য করা যায়। এ স্ফুলিঙ্গ দুই ধররে_ কোনোটি ছোট কোনোটি দীর্ঘ। অতি উচ্চভরবিশিষ্ট তারার বিধ্বস্ত হওয়ার ফলে দীর্ঘস্থায়ী গামা রশ্মি বিস্ফোরণ (২ সেকেন্ডের বেশি দীর্ঘস্থায়ী) হয় বলে ধারণা করা হয়। তানভিরের গবেষক দলসহ আরো অনেক জ্যোতির্বিজ্ঞানী এমন ধারণা পোষণ করেন এবং এর পক্ষে যথেষ্ট প্রমাণ ইতোমধ্যে উপস্থাপন করেছেন। দীর্ঘস্থায়ী গামা রশ্মি বিস্ফোরণ সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা যথেষ্ট স্বচ্ছ হলেও ক্ষুদ্র গামা রশ্মি বিস্ফোরণ এখনো অনেক রহস্যময়। যদিও নিউট্রন তারার মতো নিরেট বস্তুগুলোর সংযোগের ফলে ক্ষুদ্র গামা রশ্মি বিস্ফোরণ সংঘটিত হয় বলে ধারণা করা হতো। কিন্তু এর সপক্ষে বিজ্ঞানীদের যথেষ্ট শক্তিশালী প্রমাণ ছিল না। হাবলের এই পর্যক্ষণের ফলে বিজ্ঞানীরা সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পেরেছেন। জ্যোতিঃপদার্থ বিজ্ঞানীরা আগে থেকেই ধারণা করেছিলেন, একটি যুগ্ম ব্যবস্থায় এক জোড়া অতিঘন নিউট্রন তারা পাক খাওয়ার ফলে স্বল্পস্থায়ী গামা রশ্মি বিস্ফোরণ সৃষ্টি হয়। মহাকর্ষীয় বিকিরণ নিঃসরণ করার কারণেই এ ঘটনা ঘটে এবং এর ফলে স্থল-কাল কাঠামোতে ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি হয়। ক্ষুদ্র তরঙ্গের মাধ্যমে শক্তি নিঃসরণের ফলে তারা দুটি খুব দ্রুত পরস্পরের কাছাকাছি চলে আসে। বিস্ফোরণের কয়েক মিলি সেকেন্ডের আগে তারা দুটি একে অন্যের দিকে পাক খায় এবং পরস্পরের সংস্পর্শে আসে। এর ফলে উচ্চতেজস্ক্রিয় পদার্থ চারপাশে ছড়িয়ে পড়ে। এ তেজস্ক্রিয় পদার্থগুলো উত্তপ্ত ও প্রসারিত হয়ে আলোকচ্ছটার নিঃসরণ ঘটায়। এভাবে উৎপন্ন কিলোনোভা উজ্জ্বলতা নিরিখে নাক্ষত্রিক বিস্ফোরণগুলোর মধ্যম সন্তান। একটি নোভার চেয়ে ১০০০ গুণ বেশি উজ্জ্বল হলেও এটি একটি সুপারনোভার উজ্জ্বলতার শুধু ১/১০ অথবা ১/১০০ অংশ সৃষ্টি করে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একজন জ্যোতিঃপদার্থবিজ্ঞানী ড্যানিয়েল কেসিন একটি নতুন হিসাব উপস্থাপন করেন, যা কিলোনোভা দেখতে কেমন হবে তা বুঝতে বিজ্ঞানীদের যথেষ্ট সাহায্য করে। যদিও তিনি এ-সংক্রান্ত গবেষণায় যুক্ত ছিলেন না। কেসিন কিলোনোভার তাত্তি্বক মডেল দাঁড় করানোর ব্যাপারে কাজ করছিলেন। তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, বিকিরণ সৃষ্টিকারী উত্তপ্ত প্লাজমা দৃশ্যমান আলোকরশ্মি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এবং কিলোনোভা থেকে শক্তির ব্যাপক নিঃসরণের মাধ্যমে অবলোহিত আলোকরশ্মিকে কয়েক দিনের জন্য আচ্ছন্ন করে ফেলবে। তিনি বিজ্ঞানীদের পরামর্শ দেন_ 'এদের শনাক্ত করতে হলে আপনাদের অবলোহিত বর্ণালিতেই দৃষ্টি নিবদ্ধ করা উচিত, যদিও এমনটি এর আগে কখনই করা হয়নি।' আলোর অবলোহিত ব্যাপ্তিতে গামা রশ্মি বিস্ফোরণ খুঁজে পেতে এবং নিউট্রন তারার বিস্ফোরণ থেকে বের হয়ে আসা ধ্বংসাবশেষ পর্যবেক্ষণ করার জন্য তানভির হাবল টেলিস্কোপ ব্যবহার করেছিলেন। এক সেকেন্ডের এক দশমাংশ সময় স্থায়ী হওয়ার পরেও নাসার ক্ষিপ্রগতিসম্পন্ন টেলিস্কোপ এটা ধরতে সক্ষম হয় এবং এটা এজই১৩০৬০৩০ই নামে তালিকাভুক্ত হয়। অন্য গবেষক দল থেকে প্রাপ্ত উপাত্তের একটি নিরপেক্ষ বিশ্লেষণ আবিষ্কারটিকে নিশ্চিত করেছে। কেসিন একে দুর্দান্ত পর্যবেক্ষণ বলে অভিহিত করেন, কেননা পর্যবেক্ষণলব্ধ বিস্ফোরণটি পৃথিবী থেকে অনেক দূরে এবং ক্ষণস্থায়ী। যা হোক, এর ফলে প্রমাণিত হয়, দুটি বস্তুর একীভূত হওয়ার কারণে সংঘটিত বিস্ফোরণের ফলে অবলোহিত দীপ্তির সৃষ্টি হয়েছে। আর এটাই হলো কিলোনোভা। গবেষণার ফলাফল বিজ্ঞান সাময়িকী 'নেচার'-এর একটি বিশেষ অনলাইন প্রকাশনায় প্রকাশিত হয়েছিল। বিশ্বব্রহ্মা-ের মতো বিশাল জায়গায়, নতুন ধরনের কোনো মহাজাগতিক ঘটনার আবিষ্কার খুবই কঠিন কিন্তু স্বাভাবিক। অনেক কিছুই আবিষ্কার হয়েছে, তবুও হয়তো অনেক কিছুই অনাবিষ্কৃত রয়ে গেছে। মহাবিশ্ব এমন একটা জায়গা, যেখানে আমাদের চমকে দেয়ার মতো, আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করার মতো জিনিসের অভাব নেই। তারই সামান্য একটি নমুনা কিলোনোভার আবিষ্কার। মহাবিশ্ব তার নিঃসীম কালো অন্ধকার মহাকাশে অপার রহস্যের ভা-ার নিয়ে আমাদের জন্য প্রতীক্ষা করে বসে আছে এবং আমাদের আহ্বান জানাচ্ছে, 'এসো মেধাবীর দল এসো, এসো অনুসন্ধিৎসুর দল এসো। খুঁজে বের কর আমার সব রহস্য; বুদ্ধি, মেধা আর পরিশ্রমের বলে জিতে নাও সব রহস্যের সমাধান।' কে জানে পরবর্তীতে মহাবিশ্ব আর কোন রহস্যের দুয়ার উন্মোচন করবে আমাদের সামনে ? আর কোন চমক অপেক্ষা করছে আমাদের সামনে, কে জানে? প্রতি-পদার্থগুলোকে দৃশ্যমান জগতের বাইরে পাঠিয়ে দিলেও স্বস্তির নিঃশ্বাস ফেলার কোনো কারণ নেই। কেননা পদার্থবিজ্ঞানের জগতে খটকা এমন এক জিনিস যাকে সাময়িকভাবে ভুলে থাকা গেলেও পুরোপুরি ফেলে দেয়া যায় না। ফেলে দিলেও পরিত্রাণ নেই, পথ চলতে হলে তাকে আবার কুড়িয়ে নিয়ে আসতে হবে। বিগ ব্যাংয়ের আগে পৃথিবীতে কোনো পদার্থ ছিল না, ছিল শুধু শক্তি। আর সেই শক্তি পুঞ্জীভূত হতে হতে একপর্যায়ে ঘটে মহাবিস্ফোরণ বিগ ব্যাং এবং এর ফলে সমপরিমাণ পদার্থ ও প্রতি-পদার্থ সৃষ্টি হয়। পৃথিবী তো কোটি কোটি বছর ধরে টিকে আছে! তবে কি প্রতি-পদার্থের তুলনায় পদার্থ বেশি পরিমাণে সৃষ্টি হয়েছিল? তারপর সব পদার্থ এবং প্রতি-পদার্থ পরস্পরকে ধ্বংস করে দেয়ার পর বাড়তি পদার্থগুলো পৃথিবীতে রয়ে গেছে? নাকি সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গেই প্রতি-পদার্থগুলো কোনো এক অজানা জগতে চলে গেছে?

এ জাতীয় আরও খবর