রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসরাইলি ড্রোন থেকে ধারণ করা ফুটেজ হামাসের হাতে

94079_al-qassam-brigade-soldiers-2আন্তর্জাতিক ডেস্ক :ইসরাইলি সেনাদের কম্পিউটার থেকে নেয়া একটি ফুটেজ প্রচার করেছে হামাসের টেলিভিশন চ্যানেল আল আকসা টিভি। গত শনিবার ওই ফুটেজটি প্রচার করা হয়।

 

ইসরাইলি ড্রোন থেকে ধারণ করা ফুটেজে দেখা গেছে, গাজা যুদ্ধের সময় হামাসের সামরিক শাখা আল-কাসেম বিগ্রেডের সদস্যরা ইসরাইলি ভূমিতে অভিযান শেষে ফিরে যাচ্ছেন।

 

টিভি চ্যানেলটি বলছে, গত ১৯ জুলাই পূর্ব গাজার পাশ্ববর্তী সীমান্তের কাছে ইসরাইলি সেনা অবস্থানে এ অভিযান পরিচালিত হয়।

 

ভিডিওটি স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া ইসরাইলি সেনাবাহিনীও এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

এ জাতীয় আরও খবর