সিরিয়ায় আইএসের হাতে ইসরাইলি সৈন্য আটক
আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ায় ইসলামি স্টেটের (আইএস বা আইএসআইএস) হাতে এক ইসরাইলি সৈন্য বন্দি হয়েছে। ওই নারী সৈনিক কুর্দিদের পক্ষে যুদ্ধ করছিলেন বলে জানা গেছে। ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে তদন্ত করতে যাচ্ছে। মুসলিম মনিটর এ খবর জানিয়েছে।
জেরুসালেম পোস্টের উদ্ধৃতি দিয়ে মুসলিম মনিটর জানিয়েছে, গিল রোসেনবার্গ নামের ওই সৈন্যকে আটক করার খবর রোববার ওয়েবসাইটগুলোতে প্রকাশিত হয়েছে।
ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা অবিলম্বে বিষয়টির তদন্ত করবে।
নভেম্বরের প্রথম দিকে ইসরাইলের গণমাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয় যে, এক ইসরাইলি-কানাডিয়ান নারী সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুদ্ধ করতে কুর্দি যোদ্ধাদের সাথে যোগ দিয়েছে। তিনি ছিলেন আইএসের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়া প্রথম ইসরাইলি।
তবে টাইমস অব ইসরাইল জানিয়েছে, ওই নারী সৈনিক তার ফেসবুকে জানিয়েছেন যে তিনি ভালো ও নিরাপদে রয়েছেন। তবে নিরাপত্তাগত কারণেই তিনি তার অবস্থান প্রকাশ করতে পারছেন না।