রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদিতে ইকামার মেয়াদ বাড়ছে ৪ বছর

KSAসৌদি আরবে অবস্থানরত সব প্রবাসী কর্মী ও বিনিয়োগকারীদের পাঁচ বছরের জন্য ইকামা (বৈধ কাগজ) নবায়ন করতে যাচ্ছে সৌদি সরকার। যা আগে এক বছরের জন্য নবায়ন করা যেত।আর এ সুখবরটি প্রকাশ হওয়ার পর থেকেই জাতি-বর্ণ-নির্বিশেষে সব সৌদি প্রবাসীদের মধ্যে দেখা গেছে আনন্দের উচ্ছ্বাস।

সৌদি পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল সুলাইমান আল ইয়াহিয়া বলেন, ‘এক বছরের ইকামা পাঁচ বছরের জন্য নবায়নের পাশাপাশি “ইকামা” নামের স্থলে “রেসিডেন্ট আই ডি” অর্থাৎ আবাসিক আই ডি করারও পরিকল্পনা আছে।’

খুব দ্রুতই এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে গত রোববার তিনি সাংবাদিকদের জানান।

সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স মুহাম্মদ বিন নায়েফের অনুমোদনের পরপরই যত দ্রুত সম্ভব এটি কার্যকর করা হবে।

মেজর জেনারেল সুলাইমান আল ইয়াহিয়ার এ বিবৃতিকে প্রশংসা করে প্রবাসী সিদ্দিক আহমেদ বলেন, ‘পাঁচ বছরের জন্য ইকামা নবায়নের বিষয়টি প্রবাসীদের চাকরি নিরাপত্তা প্রদানসহ কন্টাক্ট্রিং কোম্পানিগুলোকে যথাসময়ে কাজ শেষ করতে সহায়তা করবে।’

বাংলামেইল২৪ডটকম

এ জাতীয় আরও খবর