রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

একটি বাসর রাতের গল্প …..

file (2)

ডেস্ক রির্পোট :মঈন ঘরে ঢুকতেই নায়লা ফুল দিয়ে সাঁজানো বিছানা থেকে নেমে এসে মঈনকে সালাম করল।আজ তাদের বাসর রাত,
প্রত্যেক নারী এবং পুরুষের জীবনে
অত্যন্ত গুরুত্বপুর্ণ রাত এটি।
মঈন আর নায়্লা বিছানায় পাশাপাশি বসল।
নায়্লাই প্রথমে মুখ খুলল, বলল,
-আপনাকে আমার কিছু বলার আছে।
মঈন বলল,
-বল।
-কথাটা বিয়ের আগে বলতে চেয়েছিলাম আমি, কিন্তু আমার মা আমাকে কথাটা বিয়ের আগে গোপন রাখার জন্য কসম দিয়েছিল।
-কি এমন কথা?
কিছুক্ষণ অপেক্ষা করে নায়্লা বলল,
-আপনি আমার জীবনের প্রথম পুরুষ না।
মঈনের মনে হল কেউ তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করল।
সে এক রকম চিৎকার করেই বলল,
-হোয়াট?! কি বলছ এসব? তোমার পরিবার তো বলেনি তোমার আগেও বিয়ে হয়েছিল।
নায়্লা বলল,
-না, আমার বিয়ে হয়্নি সেটা যেমন সত্যি। আপনি আমার জীবনে প্রথম পুরুষ নন সেটাও সত্যি।
মঈনের মনে হল যেন তার মাথায় আকাশ ভেঙ্গে পরবে।
সে বলল,
-এসবের মানে কি? আমি কি ভুল করেছিলাম? কেন তোমরা আমার সাথে চীট করলে? কেন আগে বললে না?
-বলতে চেয়েছিলাম, কিন্তু আমার মায়ের কসমের কারণে পারিনি।
-তোমার কি ধারণা এর পরেও আমাদের সংসার করা সম্ভব?
-সংসার না হলে সেটা আমার ভাগ্যের দোষ।তাই বলেতো এভাবে সত্য গোপন করতে পারি না আমি।
সেই কথা গুলো আমাকে বলতেই হবে।
-কি কথা সেগুলো?
-কেন আমার বিয়ে বার বার ভেঙ্গে যাচ্ছিল,কেন আপনি আমার জীবনের প্রথম পুরুষ নন…সেই কথা।
-বল।
নায়্লা বলতে শুরু করল,
-তিন বছর আগের ঘটনা।
আমি কলেজ থেকে ফেরার পথে এলাকার এক বখাটে ছেলে
আমায় বিরক্ত করতো,
কুপ্রস্তাব দিত কিন্তু আমি তার প্রস্তাবে রাজী হতাম না।
একদিন কলেজ থেকে ফিরছি একা একা।
সে এসে সামনে দাড়িয়ে আমার একটি হাত চেপে ধরল এবং আমার বুকে হাত দিল।
তখন আমি অন্য হাত দিয়ে তাকে থাপ্পর মারলাম।
সে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল।
আমি আর ঐ কথাটা লজ্জায় কাউকে বললাম না।
তারপর কিছুদিন ছেলেটা রাস্তায় বিরক্ত করেনি।
আরও কিছুদিন পর কলেজ থেকে হেটে হেটে ফিরছিলাম।
সেদিনও আমি একা ছিলাম আমার সাথের বান্ধবিটা কলেজে যায়্নি বলে।
রাস্তায় একটা নির্জন জায়্গায় চার পাঁচ জন ছেলে আমায় আচমকা ধরে ফেলে।
আমার মুখ একজন চেপে ধরেছিল যাতে চিৎকার করতে না পারি।তারপর রাস্তার পাশের জঙ্গলে নিয়ে গিয়ে।
এতক্ষণ ফুঁপিয়ে কাঁদছিল নায়্লা এবার এক রকম শব্দ করেই কেঁদে ফেলে।
পাছে বাইরের কেউ শুনে ফেলে তাই মঈন নায়্লাকে কান্না থামাতে বলে।
নায়্লা বলে,
-অত্যাচারের পর ওরা আমাকে ওখানেই ফেলে যায়।
তারপর অনেক কষ্টে আমি বাড়ি ফিরি।
আমার বাবা কয়েকজন কাছের আত্মীয়কে ডাকেন পরামর্শের জন্য।তারা বলে কেইস করা ঠিক হবে না।করলে মেয়ের বিয়ে হবে না।তাছাড়া ধর্ষকেরা প্রভাবশালী হওয়ায় কিছু আর হল না।শুধু আমাকে চিকিৎসার জন্য মামার বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছিল।
যেই আত্মীয়রা বলেছিল লোক জানাজানি হলে বিয়ে হবে না তাদের কারণেই কয়েকটা বিয়ে ভেঙ্গে গেছে।
নায়্লা তার কথা শেষ করল।
মঈন বলল,
-আর কিছু?
-না।
-আমি ভাবলাম কি না কি।
নায়্লা মঈনের কথা শুনে অবাক হল।
কিছুক্ষণ আগের মঈন আর এখনকার মঈনের মধ্যে অনেক পার্থক্য।
মঈন আবার বলল,
-এতে তোমার দোষ দেখি না।
তুমি যেভাবে বলেছিলে আমি নাকি তোমার জীবনের প্রথম পুরুষ না।
শুনেতো আমার মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মত অবস্থা হয়েছিল।
শোন বাদ দাও এইসব পুরনো কথা।
আজকে আমাদের বাসর রাত, এস এটাকে মনে রাখার মত করে সময় কাটাই।
-আমিকি আপনাকে আরেকবার সালাম করতে পারি?
-একটু আগেই তো করলে।
-আবার করব।
-এক শর্তে।
-কি?
-আপনি আপনি করবে না।
নায়্লা হেসে বলল,
-তোমাকে আরেকবার সালাম করতে পারি?