শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইবোলা আক্রান্তদের পাশে ফেসবুক

db5405cfcbc9afb877fc4dc5ad856936-25ডেস্ক রির্পোট :সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক ইবোলা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের সহায়তায় নতুন সেবা চালু করছে। এ সেবার আওতায় ফেসবুকের যেকোনো ব্যবহারকারী ইবোলা আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা করতে পারেন। এ জন্য চালু হচ্ছে ‘ইবোলা’ নামের বিশেষ বোতাম। সেবাটি ফেসবুক ব্যবহারকারীদের প্রোফাইলে দেখা যাবে শিগগিরই। এ বোতামে ক্লিক করেই ইবোলা আক্রান্ত ব্যক্তিদের জন্য আর্থিক সহায়তা করা যাবে।

এ পদ্ধতিতে সংগৃহীত অর্থ সরাসরি আন্তর্জাতিক মেডিকেল কোর, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি, সেভ দ্য চিলড্রেনসহ যেসব সংস্থা ইবোলা আক্রান্ত ব্যক্তিদের নিয়ে কাজ করছে, তাদের তহবিলে জমা করা হবে বলে জানা গেছে। এক পোস্টে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ জানিয়েছেন, ‘ইবোলার বিরুদ্ধে যাঁরা কাজ করছেন, তাঁদের সহায়তা করতেই ফেসবুকের এমন উদ্যোগ।’ 

এক প্রশ্নের জবাবে মার্ক জানিয়েছেন, ব্যক্তিগতভাবে তিনি ইবোলা আক্রান্ত ব্যক্তিদের সহায়তা করতে দুই কোটি ৫০ লাখ ডলার দান করেছেন। এ ছাড়া ফেসবুক আক্রান্ত অঞ্চলগুলোতে ইন্টারনেট সংযোগ দেওয়ার মাধ্যমে লাখ লাখ ডলার খরচ করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। 

শুরু থেকেই ফেসবুক নানাভাবে এ কার্যক্রমে নিজেদের যুক্ত রেখেছে বলেও জানিয়েছেন মার্ক। পশ্চিম আফ্রিকায় ইন্টারনেট ও ফোন সেবার উন্নয়নে ইতিমধ্যে কৃত্রিম উপগ্রহনির্ভর ১০০ যোগাযোগ টার্মিনাল বসানোর জন্য সহায়তা করছে ফেসবুক।

ইবোলায় আক্রান্ত হয়ে ইতিমধ্যে প্রায় পাঁচ হাজার মানুষ মারা গেছে। এ সমস্যা সমাধানে সারা বিশ্বে চলছে নানা ধরনের গবেষণা। তাতে বিপুল পরিমাণ আর্থিক সহায়তা প্রয়োজন। 

এ কার্যক্রমে ইতিমধ্যে সহায়তার হাত বাড়িয়েছেন অনেকেই। প্রযুক্তি জগতের শীর্ষ সব প্রতিষ্ঠানেরও অনেকেই যুক্ত হয়েছেন এ কার্যক্রমে। ফেসবুকের একজন মুখপাত্র জানান, মার্ক নিজে ব্যক্তিগতভাবে যুক্ত হওয়ার পাশাপাশি ফেসবুকের অন্য ব্যবহারকারীরাও যাতে এ কার্যক্রমে যুক্ত হতে পারেন, সে লক্ষ্যে ফেসবুকের এমন উদ্যোগ। ফেসবুকের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবহারকারীরাও।

এ জাতীয় আরও খবর