আলোচনায় প্রীতমের ‘ঘর’
'ঘর' শিরোনামের একটি নতুন গান নিয়ে আলোচনায় এসেছেন কণ্ঠশিল্পী প্রীতম। গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি এ গানটি নিয়ে একটি মিউজিক ভিডিও নির্মিত হলো। এতে মডেলও হয়েছেন তিনি। গত ঈদে প্রকাশিত তার নতুন 'ভোট ফর ঠোঁট' অ্যালবামের মাধ্যমে এ গানটি প্রকাশ হয়। এ গানের কথা, সুর ও সঙ্গীত আয়োজন করেছেন প্রীতম নিজেই। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন মাহাদি হাসান।