বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় ১১০ শিশু ভর্তি ঠাঁই মিলছে না মেঝেতেও

1_30437নড়াইলে বৃদ্ধি পেয়েছে নিউমোনিয়ার প্রকোপ। গত ২৪ ঘণ্টায় সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ১৫ বেডের বিপরীতে ভর্তি হয়েছে ১১০ শিশু। আক্রান্তদের মধ্যে নবজাতক থেকে পাঁচ বছরের শিশুই বেশি। হঠাৎ নিউমোনিয়ার বেড়ে যাওয়ায় হাসপাতালের মেঝেতেও ঠাঁই মিলছে না অনেক রোগীর। চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন ডাক্তার-নার্সরা। আক্রান্ত অনেক শিশুর চিকিৎসা চলছে অভিভাবক বা মায়ের কোলে। সেই সঙ্গে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ চিকিৎসক, নার্স, রোগী ও অভিভাবকরা। নড়াইল সদরের কাগজীপাড়ার নজরুল ইসলাম বলেন, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তার ছেলে হাসপাতালে ভর্তি হয়েছে। কিন্তু চিকিৎসাসেবা পাচ্ছে না। গোবরার খাজিদা বলেন, ‘আমার শিশুকন্যাসহ এক বেডে তিনজনকে রাখা হয়েছে। শহরের ভওয়াখালীর প্রভাতি বেগম জানান, তার দেড়মাসের শিশু সন্তানকে হাসপাতালে ভর্তি করেছেন। কিন্তু গাদাগাদিতে অবস্থা খুবই খারাপ। বাচ্চার পাশাপাশি স্বজনরাও অসুস্থ হয়ে যাচ্ছি। একই অভিযোগ করেন আক্রান্ত অন্য শিশুর অভিভাবকরাও। শিশু ওয়ার্ডের ইনচার্জ সুপ্রিয়া ভৌমিক বলেন, ‘১৫ বেডের বিপরীতে ১১০ রোগীর চিকিৎসা দিতে আমরা হিমশিম খাচ্ছি। সেই সঙ্গে রয়েছে অক্সিজেন সংকট।’ মেডিকেল অফিসার ডা. আসাদ-উজ-জামান মুন্সী বলেন, আবহাওয়াজনিত কারণে নিউমোনিয়ার প্রকোপ বেড়ে গেছে। প্রয়োজনীয় বেড, ওষুধ ও চিকিৎসকসহ নানা সংকটে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

এ জাতীয় আরও খবর

শোক সংবাদ

সচিবালয়ে আগুন দুর্ঘটনা নয়, পরিকল্পিত: নুরুল হক নুর

ওমরাহ পালনকারীদের জন্য নতুন ঘোষণা সৌদি আরবের

জমজমাট খেজুর গুড়ের বাজার, দেড়শ কোটি টাকার বিক্রির আশা

সচিবালয়ে অগ্নিকাণ্ড জনমনে প্রশ্ন তৈরি করছে : রিজভী

শেখ হাসিনা-শেখ রেহানার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

বিপুর ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদ, অস্বাভাবিক লেনদেন ৩১৮১ কোটি

যারা নির্বাচনকে বিতর্কিত করেছেন, তাদের বিচারের আওতায় আনা উচিত

সচিবালয়ের ৭ নম্বর ভবন: ৬ থেকে ৯ তলা পুড়ে ছাই

বছরজুড়ে শিক্ষায় অস্থিরতা, শিক্ষার্থীদের হাত ধরেই ‘বিজয়’

লিটারে ২১ টাকাই যাচ্ছে ভোজ্যতেল কোম্পানিগুলোর পকেটে

দরিদ্র বাবা-মায়ের একমাত্র অবলম্বন ছিলেন ফায়ার ফাইটার নয়ন