মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পুলিশ-জনগণ এক হলেই অপরাধীদের নির্মূল সম্ভব- এএসপি তাপস রঞ্জন ঘোষ

BD Police Logoশনিবার ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন সীতানগর গ্রামে কমিউনিটি পুলিশের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়। সীতানগর গ্রামের উদ্যমী যুবক অনুপম দাস এর সঞ্চালনায় আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস, মহিলা মেম্বার আনোয়ারা বেগম, মেম্বার হারাধন ঋষি। সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ বলেন পুলিশ ও জনগনের মধ্যে সম্পর্ক স্থাপিত হলে অপরাধীরা অপরাধ সংগঠনের পিছপা হবে। অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস নদী পথে টহল ডিউটি জোরদারের মাধ্যমে সীতানগর গ্রামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার অঙ্গীকার করেন। উপস্থিত বক্তাগণ কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রনের উপর গুরুত্বারোপ করেন।