তবু আশায় মুশফিক
বোশেজো স্টেডিয়ামে হঠাৎই হইচই। বোলিং মেশিন থেকে ইলিয়াস সানি একটা করে বল ছুড়ছেন। উইকেটকিপার সেজে নাসির আহমেদ প্রতিটি ক্যাচই ধরছেন আর আনন্দে লাফাচ্ছেন। হাততালি, চিৎকারে ফেটে পড়ছে দলের খেলোয়াড়-কোচ-কর্মকর্তা সবাই।
বাজিটা ছিল এ রকম, বাংলাদেশ দলের কম্পিউটার বিশ্লেষক নাসির আহমেদ যদি ১০টি ক্যাচের মধ্যে অন্তত পাঁচটি ধরতে পারেন, তামিম ইকবাল তাঁকে লাঞ্চ করাবেন। তা এমন বাজির সামনে নাসির আহমেদের পুরোনো উইকেটকিপার সত্তাটা যেন নতুন করে জেগে উঠল! প্রথম পাঁচটি ক্যাচের পাঁচটিই লুফে নিয়ে শূন্যে লাফ দিয়ে ছুটলেন তামিমের দিকে। যেন বাজির লাঞ্চটা তখনই খাওয়াতে হবে। পরাজয় স্বীকার করে তামিম তাড়াতাড়ি বললেন, ‘খাওয়াব…খাওয়াব।