শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

খালেদার আপীলের আদেশ রবিবার ॥ মাহমুদুরের রিট খারিজ

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার অভিযোগ গঠনের বিরুদ্ধে দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তাঁর বিরুদ্ধে দুদকের মামলা চলতে আর কোন বাধা রইল না। বৃহস্পতিবার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। অন্যদিকে, দুর্নীতির দুই মামলায় নি¤œ আদালতে বিচারক নিয়োগ চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রিট খারিজের রায়ের বিরুদ্ধে করা আপীল (লিভ টু আপীল) আবেদনের ওপর আদেশের জন্য রবিবার দিন ধার্য করেছেন সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। এর ফলে বিচারিক আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে থাকা মামলাটি চলতে বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। মাহমুদুরের পক্ষে ছিলেন সাবেক এ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও আইনজীবী তাজুল ইসলাম। 
সম্পদের হিসাব বিবরণী চেয়ে ২০১০ সালের ১৩ এপ্রিল মাহমুদুর রহমানকে নোটিস দেয় দুর্নীতি দমন কমিশন। মাহমুদুর রহমান হিসাব দাখিল না করায় একই বছরের ১৬ জুন গুলশান থানায় দুদকের উপ-পরিচালক নূর হোসেন মামলা দায়ের করেন। এরপর ১৪ জুলাই এ মামলার চার্জসিট দাখিল করা হয়। এদিকে চলতি বছরের ২৮ এপ্রিল বিচারিক আদালত মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মাহমুদুর রহমান তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৫ মে হাইকোর্টে আবেদন করেন। বৃহস্পতিবার হাইকোর্ট এ আবেদন খারিজ করে দেন।
খালেদার দুই আবেদনের বিষয়ে আদেশ রবিবার ॥ দুর্নীতির দুই মামলায় নি¤œ আদালতে বিচারক নিয়োগ চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রিট খারিজের রায়ের বিরুদ্ধে করা আপীল (লিভ টু আপীল) আবেদনের ওপর আদেশের জন্য রবিবার দিন ধার্য করেছেন সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপীল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য এ দিন ঠিক করেন।

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা