মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

আখাউড়ায় মাদকসহ ৩ নারী আটক

grafব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক তিনটি অভিযান চালিয়ে মাদকসহ ৩ নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার বিকেলে তাদের আটক করা হয়। এরা হলেন, হালিমা বেগম (২৭), সালেহ বেগম (২৯) ও রাশিদা বেগম (২৮)।

ব্রাহ্মণবাড়িয়া মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের রাতে আখাউড়া থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল বিকেল সাড়ে ৫টার দিকে আখাউড়া সীমান্তের বাউতলা গ্রামে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ হালিমা বেগমকে আটক করে। হালিমা বাউতলা গ্রামের জালাল মিয়ার স্ত্রী। পরে উপজেলার আমোদাবাদ গ্রামের আয়ুব মিয়ার স্ত্রী সালেহ বেগমকে ৯ বোতল ফেনসিডিল এবং পৌর শহরের রাধারনগর গ্রামের আনোয়ার মিয়ার স্ত্রী রাশিদা বেগমকে ৮ বোতল ফেনসিডিলসহ আটক করে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাম্মাদ হোসেন জানান, আটকদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩টি মামলা হয়েছে।