বৃহস্পতিবার, ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

BNP Logo mainশনিবার বাদ এশা মৌলভী পাড়াস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় চত্বরে ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি এডঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে এবং মোঃ আজিমের সঞ্চালনায় অনুষ্ঠিত পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব এডঃ হারুন আল রশিদ, ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সদস্য সচিব মোঃ জহিরুল হক খোকন, জিল্লুর রহমান, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, হাজী জাহাঙ্গীর, মোবারক মুন্সি, এডঃ গোলাম সারোয়ার খোকন, রফিকুল হক, এডঃ আনিছুর রহমান মঞ্জু, হাজী সিরাজুল ইসলাম। এছাড়া আরো বক্তব্য রাখেন বাহার চৌধুরী, আবু শামীম মোঃ আরিফ, মনির হোসেন, মোঃ আলী আজিম, শামীম মোল্লা, ইয়াছিন মাহমুদ ও ১২টি ওয়ার্ড থেকে আগত সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ। 
জেলা বিএনপির আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে জেলা বিএনপির সদস্য সচিব মোঃ জহিরুল হক খোকন প্রার্থী হিসেবে নাম ঘোষণার জন্য আহ্বান জানালে কেহই প্রার্থী হিসেবে নাম ঘোষণা না করায় বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মী সমর্থকদের দ্বারা কানায় কানায় পরিপূর্ণ বিএনপির অস্থায়ী কার্যালয় চত্বরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় এডঃ সফিকুল ইসলামকে সভাপতি ও মোঃ আজিমকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়। 
জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সম্পাদক আলহাজ্ব এ. বি. এম মোমিনুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। 
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বর্তমান চলমান সরকার বিরুধী আন্দোলনে নব নির্বাচিত পৌর বিএনপির এই নেতৃত্বে পৌর বিএনপিকে আরো সু-দৃঢ় এবং শক্তিশালি করে আগামী দিনের সরকার পতনের আন্দোলনকে আরো বেগবান করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

এ জাতীয় আরও খবর

নির্বাচনের আগে ১৩৫০ মামলায় সাজা দেওয়া হবে: মির্জা ফখরুল

বাংলাদেশি শিশুর চিঠির জবাব দিলেন চীনা প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নে বাধা কোথায়, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংসদে সভাপতিমণ্ডলীর সদস্য হলেন যারা

কোহলি কেন সবার থেকে আলাদা

ফিল্ডিং করছিলেন ক্রিকেটার, মাঠেই মৃত্যু

তারেক-জেবায়দার মামলায় সাক্ষ্য গ্রহণকালে আজও হট্টগোল

বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ, সেরা দশে কারা

মার্কিন ভিসানীতির কারণে বিদেশে পড়তে যেতে সমস্যা হবে না: শিক্ষামন্ত্রী

দর্শনে পড়ে মেলেনি চাকরি, পোড়ালেন সব সার্টিফিকেট

জ্বালানি তেলে কোনো ভর্তুকি দেয় না সরকার

২৩৯টি অনলাইন পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার