৩-২ গোলে জয়ী বাংলাদেশ হকি দল
ওয়ার্ল্ড হকি লিগের প্রথম পর্বের খেলায় শ্রীলঙ্কাকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ দল। শুক্রবার বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে যাওয়ার পথে একধাপ এগিয়ে গেল হকি দল।বাংলাদেশের পক্ষে গোল তিনটি করেন যথাক্রমে, নিলয়, খোরশেদুর রহমান এবং কৃষ্ণকুমার।এশিয়ান গেমস শুরুর আগে এ জয় বাংলাদেশি যুবাদের বাড়তি উৎসাহ যোগাবে।এরপর লিগের প্রথম রাউন্ডের অন্য খেলায় হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ দল।
গত এশিয়া কাপে ভাল করতে না পারলেও স্বাগতিক হিসেবে দেশের চেনা টার্ফে এবারের শুরুটা ভালই করেছে চয়ন, মিমো, নিলয়রা।