রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে বেগম খালেদা জিয়া

majar৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাচ্ছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া,এবং ফাতেহা পাঠ করেন। পরে প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন তিনি।

মাজার প্রাঙ্গনের বাইরে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি করে।

সোমবার সকালে শেরে বাংলা নগরে জিয়ার  মাজারে পুস্পমাল্য অপর্ণের সময়ে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুুলু, রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জাফরুল হাসান, খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মাসুদ আহমেদ তালুকদার, হাবিবুর রহমান হাবিব, শামীমুর রহমান শামীমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সাংসদরা উপস্থিত ছিলেন।

এছাড়া দলের অঙ্গসংগঠনের হাবিব উন নবী খান সোহেল, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নিরব, আবু সাঈদ খান খোকন,আবদুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, নুরী আরা সাফা, শিরিন সুলতানা, আনোয়ার হোসেন, নুরুল ইসলাম খান নাসিম, এম এ মালেক, শাইরুল কবির খান, তকদির হোসেন জসিম, হাফেজ আবদুল মালেক,আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, হাবিবুর রশীদ হাবিব, প্রমূখ নেতারা কর্মীদের নিয়ে নিজ নিজ দলের পক্ষে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো সোমবার দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে। দিবসটি উপলক্ষে সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

প্র্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বিবৃতিতে নেতা-কর্মীদের অভিনন্দন জানিয়েছেন।

দিবসটি উপলক্ষে বিভিন্ন জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে দলটি। দলের কেন্দ্রীয় কার্যালয় আলোকসজ্জিত করা হয়েছে।

১৯৭৫ সালের ১৫ অগাস্টের পটপরিবর্তনের পর সামরিক শাসক জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রথম চেয়ারম্যান। এর আগে ওই বছরের ফেব্রুয়ারি মাসে জিয়াউর রহমানের পৃষ্ঠপোষকতায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) নামে একটি ডানপন্থী দল গঠিত হয়। পরে তা বিএনপিতে বিলুপ্ত হয়। সোমবার সকাল ১১টা ৫ মিনিটে তিনি গাড়িবহর নিয়ে জিয়ার মাজার এলাকায় আসেন।

এর আগে সকাল থেকেই ঢাকা মহানগর বিএনপির বিভিণ্ন ওয়ার্ড, থানা পর্যায় থেকে দলে দলে ব্যানার, ফেস্টুন নিয়ে শ্লোগান দিতে দিতে নেতা-কর্মীরা শেরেবাংলা নগরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার এলাকায় সমবেত হন।

শ্রদ্ধা নিবেদনে আরও উপস্থিত আছেন- দলের ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সকল পর্যায়ের জ্যেষ্ঠ নেতারা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীরা ব্যাপক শোডাউন করছে।

এ জাতীয় আরও খবর

শিশু আয়ান : দুই চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

অস্কারে মনোনয়ন পেল কানে পুরস্কৃত ৮ সিনেমা

শুধু দেশে না, দেশের বাইরে থেকে চক্রান্ত হচ্ছে

ফরিদপুরে মৌমাছির কামড়ে যুবকের মৃত্যু, আহত ১৬

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

ওয়ান/ইলেভেন চাই না, এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই

সতর্ক না হলে বিএনপির ভবিষ্যৎ কী হবে জানি না: ফয়জুল করীম

হাজার কোটি টাকায় নলকূপ বসাতে চায় ওয়াসা, ঝুঁকির মুখে ঢাকা

মার্কিন স্বপ্নে বিভোর ভারতীয়দের দুশ্চিন্তা বাড়াচ্ছে ট্রাম্পের ভিসা নীতি

৪ নারী সেনার বিনিময়ে মুক্তি পেলেন ২০০ ফিলিস্তিনি

গ্রামীণ ট্রাস্টের মালিকানায় আসছে নতুন বিশ্ববিদ্যালয়

‘আওয়ামী লীগপন্থি’ রিয়াজুলই থাকছেন এনসিটিবির চেয়ারম্যান!