শুক্রবার, ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

নাসিরনগর উপজেলা বিএনপির সম্মেলন

BNP Logo mainবাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির নাসিরনগর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সোমবার স্থানীয় বিএনপির নিজস্ব কার্যালয় সুখন ভবন প্রাঙ্গণে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সৈয়দ এ কে একরামুজ্জামান সুখনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান মোল্লা কচি। 
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব জহিরুল হক খোকন, যুগ্ম আহবায়ক মোঃ জিল্লুর রহমান, যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক এডভোটেক আনিসুর রহমান মঞ্জু,সাবেক দপ্তর সম্পাদক মমিনুল হক,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা দেওয়ান খুস পিয়ারা কবীর,সাবেক জেলা মহিলা বিষয়ক সম্পাদক শামীমা বাছির স্মৃতি,সাবেক সাংগঠনিক সম্পাদক দেওয়ান দেলোয়ারা কবির ও জেলা শ্রমিক দলের মহিলা বিষয়ক সম্পাদিকা শামীমা আক্তার প্রমুখ। সম্মেলনে সর্বসম্মৎিক্রমে তৃণমূল পযার্য়ের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে আলহাজ সৈয়দ একে একরামুজ্জামান সভাপতি, এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন সহ-সভাপতি, এম এ হান্নানকে সাধারণ সম্পাদক, আজিজুর রহমান চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক ও আলমগীর হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে উপজেলা শাখার বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়। তবে শ্রীঘ্রিই ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এসময় স্থানীয় উপজেলা,ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের তৃণমূল পযার্য়েরনেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে জাতীয়তাবাদি দল বিএনপি’র ৩৬তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।