নবীনগরে একই রাতে ৯টি গরু চুরি
আবু কামাল খন্দকার : উপজেলায় ঈদকে সামনে রেখে গরুচোর সিন্ডিকেটের সদস্যরা ততপর হয়ে উঠেছে। কনিকাড়া গ্রামে গাংকোলহাটি এলাকা থেকে রবিবার গভীর রাতে একদল গরুচোর ট্রলার নিয়ে বাবুল মিয়ার বাড়ির ৫টি গরু ও একই পাড়ার নাছির মিয়ার ১টি গরু নিয়ে যায়। এছাড়াও উপজেলার বগডহর দক্ষিণ পাড়া থেকে একই রাতে আরো ৩টি গরু সহ ৯টি গরু নিয়ে যায়। পানি বৃদ্ধি পাওয়ায় খুব সহজেই ট্রলার নিয়ে বাড়িতে ঢুকে গরু নিয়ে চম্পট দিতে পারার কারণে, গরু চুরি বৃদ্ধি পেয়েছে বলে জানান এলাকাবাসী।