শনিবার, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

আশুগঞ্জে প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

lasডেস্ক রির্পোট : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাসুম মিয়া (৩২) নামের এক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার তারুয়া গ্রামের একটি পুকুর থেকে ওই প্রতিবন্ধী যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।

মাসুম নরসিংদী জেলার বেলাবো উপজেলার বীরবাগবের মাওলানা মনিরুজ্জামান মিয়ার ছেলে।

পুলিশ জানায়, আজ দুপুরে উপজেলার তারুয়া এলাকায় পুকুরের পানিতে একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।

আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে ও নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এসে তার লাশ সনাক্ত করবে।

এ জাতীয় আরও খবর