মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

তিন খাতে জনবল নেবে মালয়েশিয়া-খন্দকার মোশাররফ

moshঅনলাইন ডেস্ক :  প্রবাসীকল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশ থেকে বনায়ন ছাড়া আরও তিন খাতে জনবল নেবে মালয়েশিয়া।
তিনি আজ বিকেলে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক বৈঠকে মালয়েশিয়া ও বাংলাদেশ এই দু' দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, মালয়েশিয়া সরকার বনায়ন ছাড়াও উত্পাদন সেবা ও নির্মাণসহ বিভিন্ন সেবা খাতে (সার্ভিস) আরও বাংলাদেশী শ্রমিক নিয়োগ দেবে।
এ সময় মালয়েশিয়ার মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী দাতো শ্রী রিচার্ড রিয়তের সঙ্গে খন্দকার মোশাররফ হোসেনের বৈঠক হয়।
জি টু জি ব্যবস্থাপনায় বিশ্বে ১৫৯ টা দেশের মধ্যে মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে এসব খাতে কর্মী নিয়োগের বিষয়ে চুক্তি করেছে উলস্নেখ করে প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, দেশের ৬৪ জেলায় ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র থেকে রেজিস্ট্রেশন করা ১৪ লাখ কর্মীদের মধ্য থেকে মালয়েশিয়ায় কর্মীনিয়োগ দেয়া হবে। রেজিস্ট্রেশনের বাইরে কোন কর্মী মালয়শিয়ার যেতে পারবেন না।
তিনি বলেন, মালয়েশিয়ার সারওয়াক প্রদেশসহ আরও কয়েকটি প্রদেশে ১২ হাজার কমর্ী প্রেরণের চুক্তি হয়েছে।
মালয়েশিয়ার স্বায়ত্বশাসিত সারওয়াক প্রদেশ এবং অন্যান্য সেক্টরে কর্মী প্রেরণ বিষয়ে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর সঙ্গে আগত প্রতিনিধি দলের দ্বি-পাক্ষিক বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নয় সদস্য বিশষ্টি দলের প্রতিনিধিরা। এরমধ্যে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ সাহার বিন দারুসমান, মালয়েশিয়ার শ্রম বিভাগের মহাপরিচালক মোহাম্মদ জেফরি বিন জোয়াকিম, বাংলাদেশের ১৩ সদস্য বিশষ্টি প্রতিনিধি দলের অন্যান্যরা হলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব ড. খন্দকার শওকত হোসেন, বিএমইটি'র মহাপরিচালক বেগম শামসুন নাহারসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।