শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আখাউড়া শুল্ক গুদামে নস্ট হচ্ছে কোটি কোটি টাকার মালামাল

godownব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শুল্ক গুদামে নস্ট হচ্ছে কোটি কোটি টাকার মালামাল। বিভিন্ন সংস্থা কর্তৃক আটকের পর শুল্ক গুদামে জমা দেয়া মালামাল নিলাম করার কথা থাকলেও গুদাম কর্মকর্তার স্বেচ্ছাচারিতায় নিলাম হচ্ছে না দীর্ঘদিন। বিভিন্ন মালামাল ব্যবহারের অনুপোযুক্ত মেয়াদোর্ত্তীণ হয়ে পড়ে আছে, গুদাম থেকে অবৈধভাবে মালামাল সরানোর ঘটনা ঘটছে এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। জানা গেছে, শুল্ক গুদামে জমা দেয়া মালামাল ৩ মাস অন্তর অন্তর নিলাম দেয়ার কথা কিন্তু গত ৭ মাস যাবৎ কোন নিলাম হয়নি। এদিকে গুদামের মালামাল অবৈধভাবে বদল করে বিক্রি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। আখাউড়া শুল্ক গুদামে খাদ্যদ্রব্যের মধ্যে ভারতীয় কিসমিস,জিরা,চকলেট,গুড়্দাুধ ইত্যাদী জমা রয়েছে। নিয়ম অনুযায়ী এসব মালাাল নিলাম দেয়ার কথা। নিলাম না দেয়ায় এসব খাদ্য দ্রব্য নস্ট হয়ে খাবারের অনুপেযুক্ত হয়ে গেছে। এছাড়া জমাকৃত খাদ্যদ্রব্যের স্থলে পচা নস্ট খাদ্য দ্রব্য রেখে জমা হওয়া আসল খাদ্য দ্রব্য বিক্রি হচ্ছে বলে জানা যায়। এ গুদামে বিভিন্ন ধরনের মূল্যবান থানকাপড়,  শাড়ী, ত্রি পিস, বিভিন্ন রাবার উপকরণ নস্ট হচ্ছে। আখাউড়ার শুল্ক গুদামের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা লুৎফুর রহমানের স্বেচ্ছাচারিতায় নিলাম পক্রিয়া বন্ধ রয়েছে বলে অভিযোগ করেছেন নিলামকারকরা। এ কর্মকর্তার যোগসাজসে শুল্ক গুদামে প্রকৃত মূল্যবান মালামালের বদলে অন্য মালামাল রেখে আসল মালামাল বিক্রি হচ্ছে। গুদামে কোন মালামাল জমা হলে যে রেজিস্টারে তালিকা করা হয় সে তালিকার সঙ্গে গুদামের মালামাল পরীক্ষা ও তদন্ত করলে যার প্রমাণ পাওয়া যাবে।  শুল্ক গুদামের আশ পাশের লোকজনের সাথে কথা বলে জানা গেছে, অফিস সময়ের পরও রাতের বেলায় গুদাম খোলা হয় এবং একশ্রেণীর মানুষ গুদামের মালামল আনা নেয়া করতে দেখা যায়। শুল্কগুদামের  নিলাম কারক বাবুল মিয়া, শহীদ মিয়া সোলমান মিয়া সহ কয়েকজন জানান, প্রতি ৩ মাস অন্তর অন্তর শুল্ক গুদামের মালামাল নিলাম হয়, কিন্তু লুৎফর রহমান আখাউড়ায় গুদাম কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকে কোন নিলাম হয়নি। যথাসমেয় নিলাম হলে মালামাল যথোপুযোক্ত দরে বিক্রি হয়,নিলামে বিক্রি করা টাকা সরকারী কোষাগারে জমা হলে সরকারের রাজ্স্ব বাড়ে। নিলাম না হওয়ায় গুদামের মালামল নস্ট হয়ে যাচ্ছে। গুদামে সিপাই নৈশ প্রহরী দায়িত্ব পালনের কথা থাকলেও এ গুদামে তা দেখা যায়না। গুদাম থেকে বিভিন্ন মালামাল সরিয়ে নেয়ার ঘটনায় সরকারের রাজস্ব আয় কমেছে। অন্যদিকে কাস্টমসের অসাধূ চক্র স্বেচ্ছাচারিতা করে বাড়তি আয় করছে। মালামাল নিলামের ব্যাপারে নিলামকারকরা কাস্টমস এর উধ্র্তন কতৃপক্ষকে অবগত করেছেন বলেও জানা গেছে। কাস্টমস কর্মকর্তা লুৎফর রহমানের বিরুদ্ধে নানা অভিযোগ উঠায় তাকে সম্প্রতি ফেণী জেলায় বদলী করা হয়। কিন্তু এ কর্মকর্তা বিভিন্ন কৌশল খাটিয়ে তদ্বির ঠেকিয়ে এখানে অবস্থান করছেন। 

এ জাতীয় আরও খবর

সালমান শাহ-শাকিব খানের মতোই জয়কে টার্গেট করা হলো : স্ত্রী নীড়

মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে ফিরছে দুই বাংলাদেশির লাশ

এক মিনিটের জন্য শেষ বিসিএসের স্বপ্ন, হাউমাউ করে কান্না

জাতীয় পার্টির কোনো রাজনীতি নেই: ফিরোজ রশিদ

গরমে সরবরাহ কম, আরও বেড়েছে সবজির দাম

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএনপির ৭৫ নেতা বহিষ্কার

১০ কোটি টাকার অনিয়ম, পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক

‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত’

‘মাশা আল্লাহ’ লিখে যে ‘খোঁচা’ দিলেন মুশফিক

গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী