কসবায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালনের কর্মসূচী
শেখ কামালউদ্দিন : রবিবার সরকারি ছুটির দিন। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শ্রী শ্রী গোবিন্দ জিউর পরিচালনা কমিটির উদ্যো গেহিন্দু ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ উৎসব শ্রী কৃষ্ণের ৫২৪০তম জন্মাষ্টমী উদযাপনের কর্মসূচী ঘোষণা করা হয়েছে। এতে (১৭ আগস্ট) রবিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১৯ থেকে ২৫ আগস্ট গোবিন্দ জিউর কেন্দ্রীয় মন্দিরে হিন্দু সৎকার সংগঠনের ব্যবস্থাপনায় শ্রী শ্রী গুরু গৌর গোবিন্দ তদীয় ভক্ত কথামৃত আস্বাদন। আস্বাদন করাবেন-প্রভুপাদ শ্রীল শ্রীযুক্ত রতন কৃষ্ণ গোস্বামী, শ্রী ধামন বদ্বীপ’র সুযোগ্য শিষ্য ভক্ত প্রবরশ্রী দীপক কৃষ্ণ দাসজী, নোয়াখালী।