নবীনগরে দিনে দুপুরে ফ্লাটে চুরি
আরাফাত আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বৃহস্পতিবার দিনে দুপুরে চুরির ঘটনা ঘটেছে। পৌর সদরে আদালত পাড়ায় কেরামত আলী টাওয়ার এর ৫তলায় একটি ফ্লাটের দরজার তালা ভেঙ্গে দুর্বৃত্তরা ঘরে ঢুকে আলমারী থেকে নগদ ৫০ হাজার টাকা, স্বর্ণংলকার ও মূল্যবান জিনিসপত্র সহ প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে যায়। ওই ফ্লাটের বাসিন্দা নবীনগর পলী উন্নয়ন সমবায় সমিতির ক্যাশিয়ার কাজী কানন জানান, তার পরিবার চিকিৎসার জন্য ঢাকায় গেছে। সকালে তিনি বাসা থেকে অফিসে চলে যান, দুপুরে তার ছোট ভাই এসে দরজার তালা ভাঙ্গা দেখতে পান। পুলিশ ঘটনা¯'ল পরিদর্শন করেছে ।