শনিবার, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

নতুন হেয়ার স্টাইলে মেসি!

messi hairলিওনেল মেসির মধ্যে বিনয়টা সবচেয়ে বেশি। উগ্র ভাবটা নেই বললেই চলে। খেলার মাঠে শতভাগ দিতে গিয়ে নিজের চুলের প্রতি হয়তো খেয়াল রাখার ফুসরত পান না। কিন্তু বিশ্বকাপের পর ছুটি কাটিয়ে বার্সেলোনার অনুশীলনে যে মেসি যোগ দিয়েছেন তিনি যে এক নতুন মেসি। তার ফুটবল ক্যারিয়ারে সম্ভবত এই প্রথম নতুন হেয়ার স্টাইল নিয়ে হাজির হয়েছেন মেসি। মাথার পেছনের দিকটা মসৃন করে ছাটাই করেছেন। সামনের চুলগুলো পেছনের চেয়ে বেশ বড় রেখেছেন। এমন স্টাইলে মেসিকে এর আগে কেউ দেখেছেন বলে মনে করতে পারবেন কিনা সেটা নিয়ে বিস্তর সন্দেহ রয়েছে। স্ত্রী-সন্তানকে নিয়ে ইতালিতে অবকাশযাপন শেষে ফুরফুরে মেজাজে অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি এবার বার্সেলোনার হয়েও নিজের সেরাটা দিতে প্রস্তুত।

এ জাতীয় আরও খবর