মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পুলিশ পাহারায় ব্রাহ্মণবাড়িয়া ছাড়লেন সিভিল সার্জন ডা. নারায়ন চন্দ্র দাস

narayan shaআমিরজাদা চৌধুরী : নিয়োগে ঘুষ-দূর্নীতির অভিযোগে ওএসডি হওয়া ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. নারায়ন চন্দ্র দাস পুলিশ প্রহরায় আজ সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া ত্যাগ করেছেন। এর আগে ঘুষের টাকা ফেরত পাওয়ার জন্যে চাকুরী প্রার্থীরা তার বাসভবন অবরুদ্ধ করে বিক্ষোভ করছিল। ২৪ শে জুলাই ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিসের অধীনে স্বাস্থ্য বিভাগে ১৭২ জনের নিয়োগের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়।ঐদিন থেকেই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন সিভিল সার্জন নারায়ন চন্দ্র ঘোষ। এই নিয়োগে ব্যাপক ঘুষ-দূর্নীতির অভিযোগ উঠলে রোববার স্বাস্থ্য মন্ত্রনালয় তাকে ওএসডি করে। এদিন নারায়ন চন্দ্র দাশ গোপনে ব্রাহ্মণবাড়িয়া এলে চাকুরী প্রার্থীরা রাতে তার বাসভবনে ভীড় করেন এবং ঘুষের টাকা ফেরত পাওয়ার জন্যে অবরুদ্ধ করেন। পরদিন অর্থাৎ আজ সকালে টাকা ফেরত দেয়ার আশ্বাস দিয়ে নারায়ন চন্দ্র দাশ পুলিশ প্রহরায় ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে চলে যান।এরআগে চাকুরী প্রার্থীরা সেখানে জড়ো হয়ে ঘুষের টাকা ফেরত পাওয়ার জন্যে  বিক্ষোভ করতে থাকে। পুলিশ এসে বিক্ষোভকারীদের তাড়িয়ে দিয়ে সিভিল সার্জন নারায়ন চন্দ্র দাশকে বাসা থেকে বের করে নিয়ে যায় এবং বাসাটি তালাবদ্ধ করে দেয়। উল্লেখ্য,নারায়ন চন্দ্র দাশের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ও কসবা থানায় ঘুষ নিয়ে চাকুরী না দেয়ার অভিযোগে চাকুরী প্রার্থীরা দুটি এজাহার করেন।