শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘খলিফা’ আবুবকর বনাম কথিত আমিরুল মু’মিনিন মোল্লা ওমর

ac02f8da4e6c842eb53ccc8c48c2a10b_XL

২৮ জুলাই: আইএসআইএল-এর স্বঘোষিত খলিফা আবুবকর আল বাগদাদির পর এবার সরব হয়ে উঠলেন স্বঘোষিত আমিরুল মু'মিনিন মোল্লা ওমর।


তালেবানের এই নেতা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেয়া এক বাণীতে নিজেকে তালেবানদের রাষ্ট্র ' আমিরাতে ইসলামী'র 'খাদিমুল ইসলাম আমিরুল মু'মিনিন' বলে উল্লেখ করেছেন।


ওমর দাবি করেছেন যে আফগানিস্তানের পরিস্থিতি এখন 'মুজাহিদদের' অনুকূলে রয়েছে।


তিনি বলেছেন, আশপাশের দেশগুলোতে বা বিশ্বের অন্যান্য অঞ্চলে হস্তক্ষেপের কোনো ইচ্ছে তার নেই, কিন্তু অন্যদের শত্রুতাও তিনি সহ্য করবেন না। 
ওমর তালেবানদের ওপর হামলা বন্ধ করতে আফগান পুলিশ ও সেনাদের আহ্বান জানান।


এই বিবৃতির শেষে তিনি নিজের নাম উল্লেখ করেছেন এভাবে: খাদিমুল ইসলাম আমিরুল মু'মিনিন আল মোল্লা মুহাম্মাদ ওমর আল মুজাহিদ।


জানা গেছে, আইএসআইএল-এর সমর্থকরা মোল্লা ওমরের এই বিবৃতির বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখিয়েছে। অন্যদিকে আলকায়দা ওমরের এই বিবৃতিকে সমর্থন জানিয়েছে।


উল্লেখ্য, আলকায়দা, আননুসরা, তালেবান ও আইএসআইএল প্রায় সমধর্মী গ্রুপ হওয়া সত্ত্বেও নেতৃত্ব নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব এবং বিরোধ রয়েছে। আইমান আল জাওয়াহেরি বিশ্বব্যাপী এক খলিফার নেতৃত্বে খিলাফত প্রতিষ্ঠা সংক্রান্ত বাগদাদির ধারণার বিরোধী, বরং নানা দেশে কথিত ইসলামী আমিরাত প্রতিষ্ঠার নীতিতে বিশ্বাসী। কথিত খলিফা বাগদাদি ও তার সমর্থকরা তাদের নেতৃত্বের এবং চিন্তাধারার বিরোধিতার কারণে আলকায়দা প্রধান জাওয়াহেরি ও আন নুসরার প্রতিদ্বন্দ্বী নেতাদের কাফির বলে ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে। 

 

 

মোল্লা ওমর এখন পর্যন্ত বাগদাদির সমর্থনে কিছু বলেছেন বলে জানা যায়নি।  ওয়াহাবি-তাকফিরি গ্রুপগুলোর মধ্যে আইএসআইএল-কে সবচেয়ে উগ্র ও চরমপন্থী বলে মনে করা হয়।

 রেডিও তেহরান

এ জাতীয় আরও খবর

সালমান শাহ-শাকিব খানের মতোই জয়কে টার্গেট করা হলো : স্ত্রী নীড়

মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে ফিরছে দুই বাংলাদেশির লাশ

এক মিনিটের জন্য শেষ বিসিএসের স্বপ্ন, হাউমাউ করে কান্না

জাতীয় পার্টির কোনো রাজনীতি নেই: ফিরোজ রশিদ

গরমে সরবরাহ কম, আরও বেড়েছে সবজির দাম

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএনপির ৭৫ নেতা বহিষ্কার

১০ কোটি টাকার অনিয়ম, পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক

‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত’

‘মাশা আল্লাহ’ লিখে যে ‘খোঁচা’ দিলেন মুশফিক

গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী