মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

“ভ্রাম্যমাণ আদালতের আওতা বাড়ছে”

17k66o36_16595_58312 (1)আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, ভ্রাম্যমাণ আদালতের আওতা বাড়াতে নতুন কিছু অপরাধ অন্তর্ভূক্ত করে ভ্রাম্যমাণ আদালত আইন সংশোধন করার উদ্যোগ নেয়া হবে।

মোবাইল কোর্টের আওতা বাড়ছে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, 'হ্যাঁ বাড়ছে। মাদক, জুয়াসহ সংশ্লিষ্ট বিষয় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।'আজ বৃহস্পতিবার জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আইন মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা শেষে সাংবাদিকদের মন্ত্রী একথা বলেন।
আইনমন্ত্রী বলেন, 'কিছু বাস্তবতা রয়েছে। সেগুলোর দিকে বিশেষভাবে লক্ষ্য করার প্রয়োজন আছে। এ জন্য আইনে কিছু পরিবর্তন করে মোবাইল কোর্টের ক্ষমতায়নের প্রয়োজন হলে সেটি আমরা করব।'