বুধবার, ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

পানিতে ভিজে ব্রাহ্মণবাড়িয়ার দু-আদালতের হাজার খানেক মামলার নথি নষ্ট

B.Baria pic-3আমিরজাদা চৌধুরী: ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের ছাদ ও পানির পাইপ ফেটে পানিতে ভিজে সদর ও আখাউড়া কোর্টের হাজার খানেক গুরুত্বপুর্ন মামলার নথি নষ্ট হয়ে গেছে।গতকাল বুধবার সকালে সংশ্লিষ্ট আদালতের বিচারক এবং কর্মকর্তা-কর্মচারীরা এসে দেখেন পানিতে সয়লাব হয়ে রয়েছে দুটি আদালত কক্ষ। আদালতের আলমিরা ও মেজেতে থাকা প্রায় সহস্রাধিক গুরুত্বপুর্ন মামলার নথি পানিতে ভিজে গেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর কোর্টের সেরেস্তেদার রফিকুল ইসলাম মিলকী জানান, গনপূর্ত বিভাগের ত্র“টিপুর্ন কাজ এবং গাফিলতির কারনেই এই সমস্যা হয়েছে। এদিকে আদালতের মেঝেতে হাটু পানি থাকায় কসবার আদালত বসেছে অন্য একটি আদালতে। পানিতে ভেজা মামলার নথিগুলি রোদে শুকাতে দেয়া হয়েছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ মো:কাওসার এ ঘটনার তদন্তের জন্যে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন।জেলা যুগ্ম জজ মো:সোহেল আহমেদের নেতৃত্বে ৭ সদস্যের এ কমিটিকে আজ বৃহস্পতিবার কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন জেলা বারের সভাপতি,পিপি,জিপি, একজন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট,কসবা কোর্টের সিনিয়র সহকারী জজ এবং সদর কোর্টের সহকারী জজ। 

 

এ জাতীয় আরও খবর