নাসিরনগর বিএনপির সাধারণ স¤পাদক ঢাকায় গ্রেপ্তার
আরাফাত আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা বিএনপি’র সাধারণ স¤পাদক ও গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ হান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদাবাজি, হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তারি পরোয়ানা মূলে রোববার রাতে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে রাতেই তাকে নাসিরনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে ডিবি পুলিশ । নাসিরনগর থানা পুলিশ সোমবার সকালে গোর্কণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ হান্নানকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করলে আদালত তার জামিন-না মঞ্জুর করে জেল হাজতে পাঠান। পুলিশ সুত্রে জানা যায়, প্রায় দু’মাস আগে লুটপাট,অগ্নিসংযোগের অভিযোগে জেঠাগ্রামের আতিকুর রহমান খসরু বাদি হয়ে বিএনপির সাধারণ স¤পাদক ও গোর্কণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ হান্নানকে প্রধান আসামী করে ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। অন্যদিকে জেঠাগ্রামের মো. সাজিদ মিয়া বাদি হয়ে বিএনপির সাধারণ স¤পাদক ও গোর্কণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ হান্নানকে প্রধান আসামী করে ২৬ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে আরও একটি মামলা দায়ের করে। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
৭/৭/২০১৪