বৃহস্পতিবার, ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

কথা রাখলেন না মম!

momলাক্সতারকাখ্যাতি অর্জনের পর মম চিত্রনায়ক রিয়াজের বিপরীতে তৌকীর আহমেদের নির্দেশনায় ‘দারুচিনি দ্বীপ’ ছবিতে প্রথম অভিনয় করেন। ছবিটির সুবাদে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন। তবে খুব সম্প্রতি চলচ্চিত্রভিন্ন অন্য কোন মাধ্যমে কাজ করবেন না বলে ঘোষণা দিয়েছিলেন লাক্সতারকা জাকিয়া বারী মম। কিন্তু এক বছর অতিবাহিত হতে না হতেই আবার ছোটপর্দায় কাজ শুরু করেছেন তিনি।

এ প্রসঙ্গে মম জানান, জীবনের তাগিদে চলচ্চিত্রের পাশাপাশি তাকে নাটকেও কাজ করতে হচ্ছে। আজকাল শুধুমাত্র চলচ্চিত্র দিয়ে জীবন চালানো দায়। তাই তিনি আবার নাটক-টেলিছবিতে অভিনয় শুরু করেছেন। আসন্ন ঈদের জন্য এ পর্যন্ত মম চারটি নাটকে অভিনয় করেছেন বলে জানিয়েছেন। নাটকগুলো পরিচালনা করেছেন সকাল আহমেদ, এস এ হক অলিক ও বি ইউ শুভ। এরমধ্যে ‘দ্যা ফেইথ ইভেন ম্যানেজম্যান্ট’ নাটকটি পরিচালনা করেছেন এস এ হক অলিক। এতে তার বিপরীতে রয়েছেন সজল।

এদিকে চিত্রনায়ক রিয়াজের বিপরীতে তিনি ‘টুকরো মেঘের গল্প’ নাটকে কাজ করেছেন। নাটক দুটি যথাক্রমে এটিএন বাংলায় ও বাংলাভিশনে প্রচার হবে। সকাল আহমেদের নির্দেশনায় ‘কাব্য কথা’ নাটকটিতেও মম’র বিপরীতে রয়েছেন সজল।

তাছাড়া বি ইউ শুভর পরিচালনায় অপূর্ব’র বিপরীতে তিনি ‘শেকড়’ নাটকে অভিনয় করেছেন। মম জানান, আরো বেশ ক’টি ঈদের নাটকে তার অভিনয়ের কথা রয়েছে। সবমিলিয়ে ঈদের অনুষ্ঠানমালায় তাকে ৭-৮টি নাটকে দেখা যাবে।

এদিকে মম এরইমধ্যে দুটি ছবির শুটিং প্রায় শেষ করেছেন। রকিবুল আলম রকিবের ‘প্রেম করবো তোমার সাথে’ ও শিহাব শাহিনের ‘ছুঁয়ে দিলে মন’ শিরোনামের ছবি দুটিতে তিনি নিজেকে একেবারেই নতুন রূপে উপস্থাপন করেছেন। এরমধ্যে ‘প্রেম করবো তোমার সাথে’ ছবিতে জায়েদ খান ও আনিসুর রহমান মিলনের বিপরীতে অভিনয় করেছেন মম। আর ‘ছুঁয়ে দিলে মন’ ছবিতে তার বিপরীতে রয়েছেন আরিফিন শুভ।

এ জাতীয় আরও খবর

নির্বাচনের আগে ১৩৫০ মামলায় সাজা দেওয়া হবে: মির্জা ফখরুল

বাংলাদেশি শিশুর চিঠির জবাব দিলেন চীনা প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নে বাধা কোথায়, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংসদে সভাপতিমণ্ডলীর সদস্য হলেন যারা

কোহলি কেন সবার থেকে আলাদা

ফিল্ডিং করছিলেন ক্রিকেটার, মাঠেই মৃত্যু

তারেক-জেবায়দার মামলায় সাক্ষ্য গ্রহণকালে আজও হট্টগোল

বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ, সেরা দশে কারা

মার্কিন ভিসানীতির কারণে বিদেশে পড়তে যেতে সমস্যা হবে না: শিক্ষামন্ত্রী

দর্শনে পড়ে মেলেনি চাকরি, পোড়ালেন সব সার্টিফিকেট

জ্বালানি তেলে কোনো ভর্তুকি দেয় না সরকার

২৩৯টি অনলাইন পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার