রবিবার, ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

আবার রাস্তায় টহল দিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

Rab 3.7.14স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে একমাসেরও বেশি সময় পর আবারো আইনশৃঙ্খলা রক্ষায় রাস্তায় টহলসহ স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে এসেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।রমজানের তৃতীয় দিন বুধবার থেকে র‌্যাব আবার আগের ভূমিকায় নেমেছে। বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা গেছে এই বাহিনীকে।নারায়ণগঞ্জের আলোচিত ৭ অপহরণ ও হত্যাকাণ্ডে র‌্যাবের তিন কর্মকর্তা জড়িত থাকার অভিযোগ ওঠার পর গত ২৬ মে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছিল, ‘সুনির্দিষ্ট কাজের বাইরে আর কোনো কাজ তারা করবে না।’ সে সময় এই বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, ‘র‌্যাবের ওই সিদ্ধান্ত “কৌশলগত”।’এরপর ঢাকা মহানগরীসহ সারাদেশের রাজপথে টহল এবং চেকপোস্ট বসিয়ে তল্লাশি বন্ধ করে দেয় বিশেষায়িত এই বাহিনী। সাতটি মৌলিক কাজের বাইরে কোনো কার্যক্রম না চালাতে র‌্যাবের প্রত্যেকটি ব্যাটালিয়নকে নির্দেশ দেন বাহিনীর মহাপরিচালক মোখলেছুর রহমান।র‌্যাবের সাতটি মৌলিক দায়িত্ব হলো- অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত, সশস্ত্র জঙ্গি ও সন্ত্রাসীদের আটক করা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্যসহ সব ধরনের অবৈধ দ্রব্য উদ্ধার করা, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করা, গোয়েন্দা তথ্য সংগ্রহ করা, সরকারি নির্দেশে যে কোনো অপরাধের তদন্ত করা এবং যে কোনো ধরনের দায়িত্ব পালন করা।

এ প্রসঙ্গে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান বাংলামেইলকে বলেন, ‘এখন থেকে আগের মতোই সন্ত্রাস দমনসহ আইনশৃঙ্খলা রক্ষায় স্বাভাবিক ক্রার্যক্রম পরিচালনা করবো আমরা। দেশের সব ব্যাটালিয়নকে ইতিমধ্যে এ সংক্রান্ত নির্দেশনাও দেয়া হয়েছে। কিছুদিন আমাদের টহল ও চেকপোস্ট কার্যক্রম বন্ধ থাকলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা আবার টহলে নেমেছি।’