শুক্রবার, ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

কুকুর খাওয়ার উৎসব!

dogদক্ষিণ চীনের ইউলিন শহরে কুকুর খাওয়ার উৎসব শুরু হয়েছে। সেখানকার অধিবাসীরা কুকুর জবাই ও খাওয়ার মধ্য দিয়ে গ্রীষ্মের সবচেয়ে বড় দিনের উৎসব পালন শুরু করেছে। বার্তা সংস্থা ডেইলি মেইল অনলাইনের বরাতে খবরটি প্রকাশ হয়েছে। ২১ জুন বিশ্বের সবচেয়ে বড় দিনকে সামনে রেখে তারা এই উৎসবের আয়োজন করেছে।

দেশটির প্রাণী অধিকার বিষয়ক সংস্থা এতগুলো কুকুর জবাইয়ের তীব্র নিন্দা জানিয়েছে। শীতের সময় সুস্থ থাকার জন্য প্রতিবছর গ্রীষ্মের সবচেয়ে বড় দিনকে সামনে রেখে এই উৎসবের আয়োজন করে থাকেন ইউলিন সম্প্রদায়। তাদের ধারণা কুকুর খেলে শীতের সময় বিভিন্ন রোগ-ব্যাধি তাদের আক্রমণ করবে না। ইউলিন প্রদেশ প্রধান বলেন, এই উৎসবের কোনো আইনি ভিত্তি নেই।

এইদিকে চীনা স্বাস্থ্য সংস্থা বলছে, কুকুর খেলে রোগ মুক্তির সম্ভভনা খুবই কম বরং রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনাই বেশি। কেননা কুকুরগুলো রোগমুক্ত কিনা তা পরীক্ষা না করে জবাই করা হচ্ছে এবং খাওয়া হচ্ছে।