শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাচন চলছে, ভোটারের উপস্থিতি কম

vote_781116465বার্তা কক্ষঃব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ নির্বাচন ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। তবে সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে তেমন ভোটার উপস্থিতি চোখে পড়েনি। আজ সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর থেকে উপজেলার রুপসদী, দরিকান্দি, পূর্বহাটি, চরমরিচাকান্দি, মায়ারামপুর, তারিয়ারচর, উজানচর, বাহেরচর ও দরিয়াদৌলত ভোটকেন্দ্র ঘুরে একই চিত্র লক্ষ্য করা গেছে।
সকাল ৯টা ৪০ মিনিটে উপজেলার পূর্বহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, চারটি বুথেই দু’একজন করে ভোট দিতে আসছেন। কোন বুথেই ভোটারদের লাইন ছিল না। ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জানান, ভোট শুরুর দেড় ঘণ্টার মধ্যে ওই কেন্দ্রে মাত্র ৬১টি ভোট পড়েছে। এ কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১৮৭২ বলে জানান তিনি। 
নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সিদ্দিক জানান, এ উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৩ হাজার ৪২১ জন।
উপজেলার ১৩টি ইউনিয়নের মোট ৮৩ ভোট কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১০ প্রার্থী লড়ছেন।

এ জাতীয় আরও খবর