শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরাইলে লঞ্চ জেটি ও পল্টুন স্থাপন নিয়ে দু’পক্ষের উত্তেজনা

sraillবার্তা কক্ষঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে লঞ্চ জেটি ও পল্টুন স্থাপনকে কেন্দ্র করে গ্রামের দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। জানা যায়, প্রায় অর্ধশত বছর ধরে উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল গ্রামের মেঘনা নদীর উপর দিয়ে সিলেট, সুনামগঞ্জ, ছাতক, কলমাকন্দা, চামরা বন্দর, ইটনা, মিটাইমন, আজমিরিগঞ্জ, টোকের বাজার, দিরাই, নাসিরনগর, বাঙ্গালপাড়া, অষ্ট্রগাম, চাতলপাড় বাজার, বাজিতপুর, ভাগলপুর, কুলিয়ারচর, আশুগঞ্জ বন্দর ও ভৈরব বাজারের সাথে সহজ উপায়ে কম খরচে নৌপথে মালামাল পরিবহন করে থাকে এসব হাওর অঞ্চলে মানুষ। নদীপথে এ নৌ-পথ দিয়ে লঞ্চ, নৌকা চলাচলের সময় দুবাজাইল একতা বাজারের ঘাটে যাত্রাবিরতি করত। ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা দুবাজাইল লঞ্চঘাট উন্নয়ন কমিটির আবেদনের প্রেক্ষিতে বর্তমান একতা বাজার লঞ্চঘাটে (পূর্বের ঘাটে) পল্টুন স্থাপনের জন্য বাংলাদেশ নৌ-আভ্যন্তরীন কর্তৃপক্ষকে ডিও লেটার প্রদান করে। আর সেই ডিও লেটারের আলোকে বাংলাদেশ নৌ-আভ্যন্তরীন কর্তৃপক্ষক একটি পল্টুন পাঠায়। অজ্ঞাত কারণে পল্টুনটি ফেরত যায়। এ সুযোগে গ্রামের একটি স্বার্থম্বেষী মহল একতা বাজার ঘাটে লঞ্চ জেডি ও পল্টুনটি স্থাপন না করে অন্যত্র করার জন্য সংসদ সদস্যের নিকট থেকে আরেকটি ডিও লেটার নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামের দু’পক্ষের মধ্যে সৃষ্টি হয় মতবিরোধ। তবে সাধারণ গ্রামবাসী বলছে, সংসদ সদস্য দু’পক্ষকের ডিও লেটারের মধ্যে যদি অর্ধশত বছর ধরে যেখানে লঞ্চ যাত্রা বিরতি হচ্ছে সেখানেই পল্টুন স্থাপন করা হবে বলে উল্লেখ্ করলে বিরোধ দেখা দিত না। অরুয়াইল ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান জানান, পূর্বের জেটি যেখানে ছিল সে জায়গায় নতুন জেটি ও পল্টন স্থাপন করলে গ্রামে শান্তি ফিরে আসবে এবং বিরোধ স্থায়ী ভাবে সমাধা হবে। স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা জানান, দুবাজাইল গ্রামের লঞ্চ জেটি ও পল্টুন নিয়ে দুপক্ষের সাথে আলাপ আলোচনা করে মাঝামাঝি স্থানে দেয়ার চেষ্টা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সালমান শাহ-শাকিব খানের মতোই জয়কে টার্গেট করা হলো : স্ত্রী নীড়

মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে ফিরছে দুই বাংলাদেশির লাশ

এক মিনিটের জন্য শেষ বিসিএসের স্বপ্ন, হাউমাউ করে কান্না

জাতীয় পার্টির কোনো রাজনীতি নেই: ফিরোজ রশিদ

গরমে সরবরাহ কম, আরও বেড়েছে সবজির দাম

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএনপির ৭৫ নেতা বহিষ্কার

১০ কোটি টাকার অনিয়ম, পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক

‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত’

‘মাশা আল্লাহ’ লিখে যে ‘খোঁচা’ দিলেন মুশফিক

গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী