রবিবার, ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

নাসিরনগরে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

Brahmanbaria_Pic_Krishi_Mel_541699832বার্তা কক্ষঃব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন নাসিরনগর উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোয়াজ্জম আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, গোয়ালনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. কিরণ মিয়া ও উপজেলা মৎস্য কর্মকর্তা ছায়েদুর রহমান। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাসুদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মুন্সী তোফায়েল হোসেন। কৃষি ক্ষেত্রে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে স্বল্প খরচে ও পরিশ্রমে অধিক ফসল কিভাবে অর্জন করা যায় মেলার বিভিন্ন স্টলে এমন কিছু নমুনা তুলে ধরা হয়। এ মেলার ১০টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা বিভিন্ন কৃষি পণ্য নিয়ে অংশগ্রহণ করেন।

এ জাতীয় আরও খবর