শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার হরতাল দিচ্ছে জামায়াত!

hortal 23.6একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত মতিউর রহমান নিজামীর রায়ের দিন মঙ্গলবার হরতাল দিচ্ছে জামায়াত। রায় দেখে হরতাল আরও একদিন বাড়তে পারে বলেও আভাস দিচ্ছে দলীয় সূত্র। তবে সোমবার এ রিপোর্ট লেখা পর্যন্ত হরতালের কোন ঘোষণা আসেনি। মঙ্গলবার ট্রাইব্যুনালে রায় ঘোষণা করার পর জামায়াত আনুষ্ঠানিকভাবে হরতাল ঘোষণা করবে বলে দলটির নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলে জানা গেছে।

আরো জানা গেছে, দলের আমির নিজামীর রায়ের দিনই হরতাল দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন অধিকাংশ কেন্দ্রীয় নেতা।

নীতি নির্ধারণী সূত্র বলছে, রায়ের প্রতিবাদে মঙ্গলবার হরতাল দেওয়া হচ্ছে। রায় যদি বিপক্ষে যায় তবে এ হরতাল আরও একদিন বাড়তে পারে। তবে তা বাড়বে কি-না এটি সম্পূর্ণ সরকারের আচরণের ওপর নির্ভর করছে।

নীতি নির্ধারকরা যেসব কর্মসূচির কথা ভাবছে তা হলো- মঙ্গলবার ও বুধবার হরতাল, শুক্রবার সারা দেশে দোয়া মাহফিল। তবে পরিস্থিতি অনুযায়ী কর্মসূচি পরিবর্তন হতে পারে।

এর আগে একই অভিযোগে জামায়াতের সাবেক আমির গোলাম আযম, সেক্রেটারি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও কামারুজ্জামানের রায়ের দিনও হরতালের ডাক দেয় দলটি।এমনকি কাদের মোল্লা ও সাঈদীর রায়ের আগে টানা হরতাল দিয়েছিল তারা।মঙ্গলবার জামায়াতের বর্তমান আমির মতিউর রহমান নিজামীর রায় ঘোষণার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করবেন। অন্য দুই সদস্য হচ্ছেন বিচারপতি আনোয়ারুল হক ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন। 

গত ২৪ মার্চ মামলাটির যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপনের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় রায় ঘোষণা অপেক্ষমান (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল।
নিজামীর যুদ্ধাপরাধের রায় মঙ্গলবার

এ জাতীয় আরও খবর

টানা ১১ জয়ে প্রথম পর্ব শেষ করল আবাহনী

কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্যে আতঙ্ক ছড়িয়ে পড়বে : বেসিক ব্যাংক

‘শুল্ক ফাঁকি’ দেওয়া ২৪২ মেট্রিকটন ভারতীয় চিনি পাবনায় জব্দ

নির্বাচনের টিকিট না পেয়ে খোলামেলা রূপে হাজির নুসরাত!

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা

ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ শুরু করেছে যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বন্ধুদের দিলেন ব্যারিস্টার সুমন

শিল্প এবং সংস্কৃতির উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : তথ্যপ্রতিমন্ত্রী

ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত

এক বন্ধুরাষ্ট্রকে খুশি করতে গিয়ে অন্যের বিরাগভাজন হতে পারি না: সেনাপ্রধান

সোনার দাম আবারও বাড়ল, ভরি ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

ব্রিটিশ দূতের সঙ্গে বিএনপির বৈঠক