মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

মঙ্গলবার হরতাল দিচ্ছে জামায়াত!

hortal 23.6একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত মতিউর রহমান নিজামীর রায়ের দিন মঙ্গলবার হরতাল দিচ্ছে জামায়াত। রায় দেখে হরতাল আরও একদিন বাড়তে পারে বলেও আভাস দিচ্ছে দলীয় সূত্র। তবে সোমবার এ রিপোর্ট লেখা পর্যন্ত হরতালের কোন ঘোষণা আসেনি। মঙ্গলবার ট্রাইব্যুনালে রায় ঘোষণা করার পর জামায়াত আনুষ্ঠানিকভাবে হরতাল ঘোষণা করবে বলে দলটির নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলে জানা গেছে।

আরো জানা গেছে, দলের আমির নিজামীর রায়ের দিনই হরতাল দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন অধিকাংশ কেন্দ্রীয় নেতা।

নীতি নির্ধারণী সূত্র বলছে, রায়ের প্রতিবাদে মঙ্গলবার হরতাল দেওয়া হচ্ছে। রায় যদি বিপক্ষে যায় তবে এ হরতাল আরও একদিন বাড়তে পারে। তবে তা বাড়বে কি-না এটি সম্পূর্ণ সরকারের আচরণের ওপর নির্ভর করছে।

নীতি নির্ধারকরা যেসব কর্মসূচির কথা ভাবছে তা হলো- মঙ্গলবার ও বুধবার হরতাল, শুক্রবার সারা দেশে দোয়া মাহফিল। তবে পরিস্থিতি অনুযায়ী কর্মসূচি পরিবর্তন হতে পারে।

এর আগে একই অভিযোগে জামায়াতের সাবেক আমির গোলাম আযম, সেক্রেটারি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও কামারুজ্জামানের রায়ের দিনও হরতালের ডাক দেয় দলটি।এমনকি কাদের মোল্লা ও সাঈদীর রায়ের আগে টানা হরতাল দিয়েছিল তারা।মঙ্গলবার জামায়াতের বর্তমান আমির মতিউর রহমান নিজামীর রায় ঘোষণার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করবেন। অন্য দুই সদস্য হচ্ছেন বিচারপতি আনোয়ারুল হক ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন। 

গত ২৪ মার্চ মামলাটির যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপনের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় রায় ঘোষণা অপেক্ষমান (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল।
নিজামীর যুদ্ধাপরাধের রায় মঙ্গলবার