শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে সন্ত্রাসী হামলা বাড়িঘর ভাংচুর দুই লক্ষ টাকার মাছ লুট

hamlaবার্তা কক্ষঃউপজেলার কান্দি তায়েবনগর গ্রামে অসহায় দুটি পবিারের বাড়িঘর ভাংচুর করে প্রায় ২ লক্ষ টাকার মাছ লুট করে নিয়ে যায় সন্ত্রসীরা। এ ঘটনায় ওই দুই পরিবার নবীনগর থানায় (১৮/৬) বুধবার সন্ধ্যায় ১৪৩/৪৪৭/৩৭৯/৫০৬ ধারায় মামলা দায়ের করে। মামলা নং-২২।
মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভূমিহীন পবন দাস ও সুমন মিয়াকে ১/২০১২-১৩ ও ২/২০১২-১৩ মোকদ্দমায় সরকার ৫২১৮ দাগে ৪৭ শতক ও ৫২১৯ দাগে ৪৬ শতক বন্দোবস্ত দিয়ে বুঝিয়ে দেয়। এর পর থেকেই তাদের পাশ্ববর্তী কাইয়ুম মিয়া, মাহাবুব মিয়া ও আমীল বাহিনী ওই পবন ও সুমনর পরিবারের উপর বিভিন্ন ভাবে অত্যাচার ও নির্যাতন শুরু করে। এ ঘটনায় গত ১০/৯/১৩ইং তারিখে নবীনগর থানায় সাধারণ ডায়েরি করে ওই দুই পরিবার। এতে আরো ক্ষিপ্ত হয় ওই সন্ত্রাসীরা। এরই জের ধরে গত (১৪/৬) মঙ্গলবার বিকেলে তাদের বাড়িঘর ভাংচুর করে এবং বাড়ির পার্শ্বের ডোবাতে পরিবারদুটির লোনের টাকায় চাষকৃত প্রায় ২ লক্ষ টাকার মাছ লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।
আসহায় পবন দাস ও সুমন মিয়া জানায় সান্ত্রাসীদের পেছনে এলাকার প্রভাবশালীরা থাকায় তারা বার বার আমাদের উপর এই অত্যাচার নির্যাতন চালাচ্ছে। আমরা এর প্রতিকার চাই।
এ ব্যাপারে ওসি রূপক সাহা বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

কোটার বিষয়ে মুক্তিযোদ্ধাদের মতামত নিতে আদালতকে অনুরোধ করা হবে: মন্ত্রী মোজাম্মেল

আন্দোলনে হতাহতের সঠিক পরিসংখ্যান জানতে চায় জনগণ : মির্জা ফখরুল

সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার : প্রধানমন্ত্রী

ঢাকায় ২০৯ মামলায় গ্রেফতার ২৩৫৭

তিন সমন্বয়ক ডিবি হেফাজতে

শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, বক্তব্য বিকৃত করা হয়েছে : প্রধানমন্ত্রী

ঢাকা ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস

কমেছে বেশির ভাগ সবজির দাম, চড়া পেঁয়াজ-আলু-চাল

শুক্র ও শনিবার কারফিউ থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশবিরোধী অপতৎপরতা রোধে সশস্ত্র বাহিনী কাজ করে যাবে

দে‌শে কার‌ফিউ দেওয়া মা‌নে কে‌মো দেওয়া : কা‌দের সি‌দ্দিকী

মাঠে না নামায় ভেঙে দেওয়া হলো আ.লীগের ২৭ ইউনিট কমিটি