মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে সন্ত্রাসী হামলা বাড়িঘর ভাংচুর দুই লক্ষ টাকার মাছ লুট

hamlaবার্তা কক্ষঃউপজেলার কান্দি তায়েবনগর গ্রামে অসহায় দুটি পবিারের বাড়িঘর ভাংচুর করে প্রায় ২ লক্ষ টাকার মাছ লুট করে নিয়ে যায় সন্ত্রসীরা। এ ঘটনায় ওই দুই পরিবার নবীনগর থানায় (১৮/৬) বুধবার সন্ধ্যায় ১৪৩/৪৪৭/৩৭৯/৫০৬ ধারায় মামলা দায়ের করে। মামলা নং-২২।
মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভূমিহীন পবন দাস ও সুমন মিয়াকে ১/২০১২-১৩ ও ২/২০১২-১৩ মোকদ্দমায় সরকার ৫২১৮ দাগে ৪৭ শতক ও ৫২১৯ দাগে ৪৬ শতক বন্দোবস্ত দিয়ে বুঝিয়ে দেয়। এর পর থেকেই তাদের পাশ্ববর্তী কাইয়ুম মিয়া, মাহাবুব মিয়া ও আমীল বাহিনী ওই পবন ও সুমনর পরিবারের উপর বিভিন্ন ভাবে অত্যাচার ও নির্যাতন শুরু করে। এ ঘটনায় গত ১০/৯/১৩ইং তারিখে নবীনগর থানায় সাধারণ ডায়েরি করে ওই দুই পরিবার। এতে আরো ক্ষিপ্ত হয় ওই সন্ত্রাসীরা। এরই জের ধরে গত (১৪/৬) মঙ্গলবার বিকেলে তাদের বাড়িঘর ভাংচুর করে এবং বাড়ির পার্শ্বের ডোবাতে পরিবারদুটির লোনের টাকায় চাষকৃত প্রায় ২ লক্ষ টাকার মাছ লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।
আসহায় পবন দাস ও সুমন মিয়া জানায় সান্ত্রাসীদের পেছনে এলাকার প্রভাবশালীরা থাকায় তারা বার বার আমাদের উপর এই অত্যাচার নির্যাতন চালাচ্ছে। আমরা এর প্রতিকার চাই।
এ ব্যাপারে ওসি রূপক সাহা বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

মেয়ে দেখে হাসলেই একটা প্রাণ চলে যাবে: ওমর সানী

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা আমিশা!

গাজায় ইসরায়েলি হামলায় ৩৩ ফিলিস্তিনি নিহত, লেবাননে ২

সকালে খালি পেটে বেলের শরবত খেলে শরীরে কী হয়?

রাষ্ট্রের সাংবিধানিক নাম বদলে বিএনপির দ্বিমত

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল শ্রম সংস্কার কমিশন

ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, সতর্কসংকেত

লন্ডনে বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের পলাতক মন্ত্রী-এমপিরা

ভারতীয় ক্রিকেটাররা কে কোন ক্যাটাগরিতে জায়গা পেলেন

গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি

‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন হাথুরুসিংহে ও তার দুই সহকারী

সন্ধ্যায় কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা