মঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ফরমালিনযুক্ত এক আম ব্যাসায়ীর জরিমানা

mangoবার্তা কক্ষঃসারা দেশের ন্যায় নবীনগর পৌর এলাকার বড় বাজারে সোমবার বিকালে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ফলে পর্যাপ্ত ফরমালিন পাওয়ায় ওমর ফারুক ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো: আবুল কালাম। তবে তিনি ফরমালিনযুক্ত বিভিন্ন জাতের আম নষ্ট না করে এক সপ্তাহের মধ্যে সরিয়ে নেয়ার আদেশ দিয়ে ভবিষ্যৎতে ফরমালিন মুক্ত আম বিক্রীর নির্দেশ দেন। আদালত চলে যাওয়ার অল্প কিছুক্ষনের মধ্যেই ফরমালিনযুক্ত শতশত মন আম না সরিয়ে পুনরায় বিক্রী শুরু করেন ব্যাবসায়ীরা। এ সময় উপস্থিত শতশত ক্রেতা ফরমালিনযুক্ত ফল ব্যাবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর দাবি জানান। অভিযানে উপস্থিত ছিলেন, এ.এস.আই পিয়ার আহম্মেদ, স্যানিটারী ইন্সপেক্টর রফিকুল ইসলাম,  আশরাফ উদ্দিন সহ সাংবাদিকবৃন্দ।