মঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

কালশিতে জড়ো হচ্ছে রাজধানীর ১৬ ক্যাম্পের বিহারিরা

campeরাজধানীর বিভিন্ন এলাকার ১৬টি ক্যাম্প থেকে বিহারীরা মিরপুরের কালশিতে জড়ো হচ্ছে ।চলমান প্রতিবাদকে তীব্রতর করতেই ঐক্যবদ্ধ হচ্ছে বলে জানা গেছে।রোববার দ্বিতীয় দিনে সড়ক অরোধ, অগ্নিসংযোগ এবং প্রতিবাদ মিছিলেও মিরপুরের বাইরের ক্যাম্পের বিহারিরা ছিল।কয়েকজন বিহারি পিকেটারের সঙ্গে কথা বলে জানা গেছে তারা মোহাম্মদপুর থেকে এসে মিরপুরে মিছিল-পিকেটিং করেছে।পিকেটার হাসান খান জানান, তিনি মোহাম্মদপুরের টাউনহল সংলগ্ন বিহারি ক্যাম্প থেকে মিরপুরে পিকেটিং করতে গেছেন।তিনি রোববার সকাল থেকে সেখানে আছেন।শনিবারও ছিলেন।তবে রাতে বাসায় গিয়েছিলেন।মোহাম্মদপুরের অপর এক বিহারি ইব্রাহীম জানান, ‘পুড়িয়ে হত্যা করার বিচার করতে হবে। এ দাবি না মানা পর্যন্ত মিরপুরেই থাকবো।’


এরকম শত শত বিহারি দলগত এবং পৃথকভাবে মিরপুরের কালশিতে অবস্থান নিয়েছেন।


উল্লেখ্য, শনিবার সকালে এক হামলায় আগুনে পুড়ে ৯ বিহারির মৃত্যু হয়। অপর একজন মারা যায় পুলিশের গুলিতে। এতে পুলিশের সঙ্গে তাদের থেমে থেমে সংঘর্ষ হয়।