শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিশুর জন্মগত ত্রুটি: সচেতন থাকুন

baby care(আমাদেরব্রাহ্মণবাড়িয়া.কম) একটি শিশু যদি জন্মের সময় শারীরিক গঠন, কার্যকারিতা বা বিপাক ক্রিয়ার কোনো অস্বাভাবিকতা নিয়ে জন্মায়, তবে তার জন্মগত ত্রুটি রয়েছে বলে ধরা হয়৷ এমন প্রায় চার হাজার ধরনের জন্মগত ত্রুটি শনাক্ত করেছেন বিজ্ঞানীরা৷ জন্মগত ত্রুটির মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় হৃদ্যন্ত্রের মধ্যবর্তী দেয়ালে ফুটো বা ভালভের ত্রুটি৷ এর পরই আছে স্পাইনা বিফিডা বা মেরুদণ্ড দ্বিখণ্ডিত হয়ে জন্মানো, ঠোঁট কাটা বা তালু কাটা, পায়ের পাতার সমস্যা বা ক্লাব ফুট ইত্যাদি৷
কেন ত্রুটি?
গবেষকেরা বলছেন যে অন্তত ৬০ শতাংশ জন্মগত ত্রুটির পেছনে কোনো সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না৷ তবে কিছু বিষয় অনাগত শিশুর জন্মগত ত্রুটির ঝুঁকি বাড়িয়ে দিতে পারে৷ যেমন:
গর্ভকালীন সংক্রমণ: বিশেষ করে রুবেলা বা জার্মান মিজলস, সাইটোমেগালো ভাইরাস, টক্সোপ্লাজমা ইত্যাদি জীবাণুর সংক্রমণ৷ এমনকি সাধারণ জলবসন্তও বাড়িয়ে দিতে পারে ঝুঁকি৷
ওষুধ ও ক্ষতিকর রাসায়নিক: নানা রকমের ওষুধ সেবন, অ্যালকোহল ও নেশাদ্রব্য সেবন এর জন্য দায়ী হতে পারে৷ প্রাকৃতিকভাবে ক্ষতিকর রাসায়নিকের সংস্পর্শে আসা, তেজস্ক্রিয়তা ইত্যাদিও বাড়িয়ে দিচ্ছে এই সমস্যা৷
রোগবালাই: মায়ের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা বা কোনো জটিল রোগের কারণে শিশু ত্রুটি নিয়ে জন্মায়৷
জিনগত: পরিবারে জিনগত রোগ থাকলে রক্তসম্পর্কের আত্মীয়ের মধ্যে বিয়ে ঝুঁকি আরও বাড়িয়ে দেয়৷
পুষ্টিহীনতা: মায়ের অপুষ্টি, বিশেষ করে ফলিক অ্যাসিড বা আয়োডিনের অভাবকে অনেক সময় দায়ী করা হয়৷
প্রতিরোধের উপায়
বেশ কিছু ক্ষেত্রে জন্মগত ত্রুটি প্রতিরোধ করা যায়৷ যেমন:
-গর্ভকালে ধূমপান, অ্যালকোহল বা যেকোনো নেশাদ্রব্য গ্রহণ থেকে বিরত থাকুন৷
-মায়ের সঠিক পুষ্টি নিশ্চিত করুন৷ গর্ভকালীন প্রাথমিক সময়ে ফলিক অ্যাসিড সেবন স্নায়ুরজ্জুর অস্বাভাবিকতাকে রোধ করে বলে প্রমাণিত৷ তাই বাচ্চা নেওয়ার পরিকল্পনার সময় থেকেই এটি শুরু করে দেওয়া যায়৷
-কীটনাশক, ক্ষতিকর রাসায়নিক বা তেজস্ক্রিয়তা থেকে এড়িয়ে চলুন৷
-আত্মীয়ের মধ্যে বিবাহকে নিরুৎসাহিত করুন৷ কিছু পরিবারে অর্ধপ্রকাশিত রোগ ওই পরিবারের মধ্যে বিবাহের কারণে উত্তরসূরির মধ্যে পূর্ণভাবে প্রকাশিত হতে পারে৷
-পরিকল্পিতভাবে গর্ভধারণ করুন৷ গর্ভধারণের আগে হেপাটাইটিস, রুবেলা ইত্যাদি টিকা নিয়ে নিতে পারেন৷ গর্ভধারণের আগে ও পরে রক্তে শর্করা, থাইরয়েড হরমোনের মাত্রা দেখে নিন৷
-গর্ভকালীন অপ্রয়োজনীয় ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন৷ চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না৷ আগে থেকে নিয়মিত সেবন করছেন এমন ওষুধ যেমন মৃগী রোগের, মানসিক রোগের ওষুধ, উচ্চ রক্তচাপের বা থাইরয়েডের ওষুধ বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিন৷

এ জাতীয় আরও খবর