সানি লিওন এবার আসছেন রাজকুমারী হয়ে
(আমাদেরব্রাহ্মণবাড়িয়া.কম) বলিউডের বেবিডল সানি লিওন এবার আসতে চলেছেন রাজকুমারীর সাজে। না কেবল সাজ নয় তাঁর নতুন ফিল্মে সানি একজন রাজকুমারীই। তাঁর এই নতুন ফিল্মের নাম 'লীলা। নতুন ছবির পোস্টারও নিজের ট্যুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন সানি। এই নিয়ে বলিউডে এটি সানির ছয় নম্বর ফিল্ম। সানির নতুন এই ফিল্মটি ডিরেক্ট করছেন ববি খান। লীলার পাশাপাশি ‘মস্তিজাদে’ ও ‘টিনা অ্যান্ড লোলো’ ছবিতেও লিড রোলে অভিনয় করছেন সানি। এ ছাড়া ‘হেট স্টোরি ২’ ছবিতে সানির আইটেম ‘পিঙ্ক লিপস’ বলিউডে ইতিমধ্যেই ঝড় তুলেছে।