মঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সবচেয়ে পাতলা স্মার্টফোন আনছে ওয়ালটন

wlatoneস্মার্টফোনের দেশি ব্র্যান্ড ওয়ালটন বাজারে ছাড়তে যাচ্ছে প্রিমো সিরিজের পরবর্তী মডেল 'এক্স৩'। স্মার্টফোনটির পুরুত্ব মাত্র ৫.৫ মিলিমিটার, যা বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন জিওনি ইলাইফ এস৫.৫ এর সমান। নতুন এই স্মার্টফোনটিতে থাকছে ১০৮০ বাই ১৯২০ পিক্সেলের ৫ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, ১৬ গিগাবাইটের ইন্টারন্যাল মেমোরি, ১ দশমিক ৭ গিগাহার্জ অক্টাকোর কর্টেক্স এ৭ প্রসেসর, ১৩ মেগাপিক্সেল ক্যামেরাসহ আরো অনেক সুবিধা। এর দাম এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি ওয়ালটন।