বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুপুরে মাঠে নামবে টাইগাররা

tigerপ্রথম ওয়ানডে ম্যাচে রোববার ভারতের বিপক্ষে মুশফিকুর রহিমের নেতৃত্বে মাঠে নামবে টাইগাররা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুপুর ১টায় এ ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজ। বাকি দুটি ম্যাচও একই মাঠে আগামী ১৭ ও ১৯ জুন অনুষ্ঠিত হবে।খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল গাজী টেলিভিশন।বাংলাদেশ-ভারত এ পর্যন্ত ২৫টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে। তাতে ভারত জয় পেয়েছে ২২টি। আর বাংলাদেশ জিতেছে ৩টি।এদিকে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধনির পরিবর্তে ভারতকে এবার নেতৃত্ব দিবেন ব্যাটসম্যান সুরেশ রায়না। এছাড়া তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, রবিচন্দন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং সামি আহমেদকেও এ সিরিজে দেখা যাবে না।নিয়মিত তারকাদের অনুপস্থিতিতে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ধারাবাহিক ব্যাটিং নৈপূণ্য দেখানো ওপেনার রবিন উথাপ্পা। এছাড়াও অধিনায়ক এমএস ধোনির অনুপস্থিতিতে দলের উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন ঋদ্ধিমান সাহা।

বাংলাদেশ-ভারত সিরিজের এই টিকিট পাওয়া যাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ঢাকাস্থ পাঁচটি ব্রাঞ্চে।

ব্রাঞ্চগুলো হলো: বিজয়নগর, ধানমণ্ডি, বসুন্ধরা, উত্তরা ও মিরপুর রোড ব্রাঞ্চ। মিরপুর ব্রাঞ্চে গ্রাহকরা সরাসরি বা ইউক্যাশের মাধ্যমে টিকেট সংগ্রহ করতে পারবেন। যাদের ইউক্যাশে অ্যাকাউন্ট খোলা আছে তারা বাকি চারটি ব্রাঞ্চ থেকে টিকেট নিতে পারবেন।

বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, আল আমিন হোসেন, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহম্মেদ, আনামুল হক বিজয়, ইমরুল কায়েস, শামসুর রহমান, মুমিনুল হক, নাঈম ইসলাম, নাসির হোসেন, জিয়াউর রহমান, ফরহাদ রেজা, আরাফাত সানী, সোহাগ গাজী, মো মিথুন, সৌম্য সরকার, শফিউল ইসলাম ও সাব্বির রহমান।

ভারত দল: সুরেশ রায়না (অধিনায়ক), রবিন উথাপ্পা, আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, আম্বাতি রায়ডু, মনোজ তিওয়ারি, কেদার যাদব, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), পারভেজ রসুল, অক্ষর প্যাটেল, বিনয় কুমার, উমেশ যাদব, স্টুয়ার্ট বিন্নি, মোহিত শর্মা ও অমিত মিশ্র।



 

এ জাতীয় আরও খবর

শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি

ঢাকা কৃত্রিম মরুভূমিতে পরিণত হয়েছে: মির্জা আব্বাস

অস্ত্র মামলায় খালাস পেয়েছেন গোল্ডেন মনির

ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই

উপজেলা ভোট ব্যর্থ হলে ৭ জানুয়ারির প্রতিষ্ঠিত গণতন্ত্র ব্যর্থ হবে-সিইসি

সোনার দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৩ হাজার ৫৬১ টাকা

অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সরকারের লক্ষ্য: অর্থ প্রতিমন্ত্রী

টাঙ্গাইল শাড়ি বাংলাদেশেই থাকবে : শিল্পমন্ত্রী

বিএনপি যেকোনো উপায়ে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : কাদের

আবারও ঢাকাই সিনেমায় পাওলি দাম

টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের লক্ষ্য জানালেন সাকিব

ভারতীয় ৫২৭ খাদ্যপণ্যে ক্যানসার-সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ