পলাতক নূর হোসেন কলকাতার দমদম এলাকা থেকে গ্রেপ্তার
কলকাতার দমদম এলাকা থেকে নারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার দুই সহযোগীকেও গ্রেপ্তার করে ভারতীয় অ্যান্টি টেরোরিস্ট বাহিনী।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে দমদমের একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তবে এ বিষয়ে পুলিশ হেড কোয়ার্টারে এখনো কোনো তথ্য আসেনি বলে জানান পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজিপি (মিডিয়া) জালাল আহমেদ।শনিবার রাত ১টার দিকে তিনি বলেন, ‘আমিও এক সূত্র থেকে শুনেছি কলকাতার দমদম এলাকায় নূর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশ হেড কোয়ার্টারে এখনো এ বিষয়ে কোনো ম্যাসেজ আসেনি।’আমাদের কলকাতা প্রতিনিধি জানান, দমদমের কৈখালী এলাকার একটি ফ্ল্যাট থেকে নূর হোসেনসহ আরো দুই সহযোগীকে ভারতীয় অ্যান্টি টেরোরিস্ট বাহিনী গ্রেপ্তার করেছে। অন্য দুই জনের নাম জানা যায়নি। সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।এদিকে নূর হোসেন দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় আন্তর্জাতিক পুলিশ সংস্থা- ইন্টারপোলের সাহায্য নেয়া হয়। পরে নূর হোসেনের বিরুদ্ধে রেড ওয়ারেন্ট জারি করে ইন্টারপোল।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে কাউন্সিলর (প্যানেল মেয়র) নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, নজরুলের গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার এবং তার ব্যক্তিগত গাড়িচালক ইব্রাহিম একসঙ্গে অপহৃত হন। পরদিন ২৮ এপ্রিল নারায়ণগঞ্জ থানায় মামলা দায়ের করেন নজরুল ইসলামের স্ত্রী। মামলায় কাউন্সিলর নূর হোসেনকে প্রধান করে মোট ১২ জনকে আসামি করা হয়।
গত ৩০ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ছয় জন এবং ১ মে সকালে একজনের লাশ উদ্ধার করা হয়। নিহত সবারই হাত-পা বাঁধা ছিল। পেটে ছিল আঘাতের চিহ্ন। প্রতিটি লাশ ইটভর্তি দু’টি করে বস্তায় বেঁধে ডুবিয়ে দেয়া হয়। গত ৩ মে নূর হোসেনের সিদ্ধিরগঞ্জের বাসায় অভিযান চালিয়ে পুলিশ ১৬ জনকে গ্রেপ্তার এবং রক্তমাখা মাইক্রোবাস জব্দ করে। এরপর গ্রেপ্তার করা হয় আরো বেশ কয়েকজনকে।এ হত্যাকাণ্ডের ঘটনায় র্যাব-১১ এর কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ করেন নিহত প্যানেল মেয়র নজরুলের পরিবারের সদস্যরা। নজরুল ইসলামের শ্বশুর অভিযোগ করেন, ৬ কোটি টাকার বিনিময়ে র্যাবকে দিয়ে ওই সাতজনকে হত্যা করিয়েছেন নূর হোসেন। এরপর থেকেই তিনি পলাতক রয়েছেন।