রবিবার, ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বিজয়নগরে ৬০ গাড়ির নামে মামলা দায়ের

cngবার্তা কক্ষঃ হাইকোর্টের নির্দেশ অমান্য করে অবৈধভাবে যানবাহন চালানোর দায়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৬০ টি গাড়ির নামে মামলা দায়ের হয়েছে। গত রোববার ও সোমবার ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর নামক স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে ফিটনেস ও নাম্বারবিহীন সিএনজি ও টেম্পো চালানোর অপরাধে ৬০ গাড়ি আটক করে এসবের নামে মামলা দায়ের করে পুলিশ। বিজয়নগর থানাধীন ইসলামপুর ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. শফিকুল ইসলাম বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, ‘মহাসড়কে দুর্ঘটনা এড়াতে হাইকোর্টের নির্দেশে ছোট গাড়ি চলাচল বন্ধ করতে সপ্তাহব্যাপী এই অভিযান পরিচালনা করা হবে।’