সিএনজি স্টেশন ধর্মঘট প্রত্যাহার
সিএনজি স্টেশন মালিকদের রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরুর আগেই প্রত্যাহার করা হয়েছে।শনিবার বেলা ৩টার সময় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর আশ্বাসে এ ধর্মঘট প্রত্যাহার করা হয়।প্রতিমন্ত্রী সিএনজির বিক্রির কমিশন বৃদ্ধিসহ জ্বালানি মন্ত্রণালয় গঠিত কমিটির পাঁচটি সুপারিশ আগামী ১৫ আগস্টের মধ্যে মেনে নেওয়া হবে এমন আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন।