৯ র্যাব সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা এফআইআর করার নির্দেশ
আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মবাড়িয়ার নবীনগরের ব্যবসায়ী শাহনূর আলম(৪৩) হত্যা ঘটনায় র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্প কমান্ডার মেজর এ জেড এম সাকিব সিদ্দিক এবং ঐ ক্যাম্পের ৯ জন সদস্যসহ মোট ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার শুনানী শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নাজমুন নাহার এই আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবী খায়রুল এনাম,আনিছুর রহমান মঞ্জু এবং মোহাম্মদ নাসির আদালতের এ আদেশের বিষয়টি নিশ্চিত করেন। মামলার বাদী মেহেদী হাসান বলেন র্যাব তার নিরপরাধ ভাইকে হত্যা করেছে। তিনি এর ন্যায় বিচার আশা করেন। বিলম্বে মামলা দায়ের করার কারন সম্পর্কে তিনি জানান, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে সময় লেগেছে। তাছাড়া গত ১০ মে তারা র্যাবের মহাপরিচালকের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন।এরপর ঢাকায় সাংবাদিক সম্মেলন করেন। গত ১ লা জুন নবীনগর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নাজমুন নাহারের আদালতে শাহীনুর হত্যা মামলাটি দায়ের করা হয়। ঐ দিন আদালত শুনানী শেষে ৪ ঠা জুন অর্থাৎ বুধবার অধিকতর শুনানী ও আদেশ প্রদানের তারিখ ধার্য্য করেন। মামলায় র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সাব ইন্সপেক্টর মো: এনামুল হক এবং নাম উল্লে¬খ না করে র্যাবের আরো ৭ জন সদস্যকে আসামী করা হয়। র্যাবের এ ৯ জন ছাড়া নবীনগরের কৃষ্ণনগরের মৃত মন্তাজ মিয়ার ছেলে নজরুল ইসলাম (৫৮) ও নবীনগরের মৃত শরাফত আলীর ছেলে আবু তাহের মিয়া (৪৫) কে মামলার আসামী করা হয়েছে। তারা মামলার ২ ও ৩ নম্বর আসামী। মামলাটির এজাহারে বাদীর ভাই আসানুর আলমকে ইটালি নেয়ার জন্যে গৃহিত ৭ লাখ ২০ হাজার টাকা লেনদেনের ঘটনার জের ধরে মামলার ২ নম্বর আসামী নজরুল ইসলাম ৩ নম্বর আসামী আবু তাহের যোগসাজসে র্যাবের ভৈরব ক্যাম্পের কর্মকর্তাদের প্রভাবিত করে এই হত্যাকান্ড ঘটিয়েছেন বলে অভিযোগ করা হয়। গত ২৯ শে এপ্রিল দুপুরে নবীনগরের বগডহর গ্রামের শাহনূর আলমকে তার নিজের বাড়ি থেকে গ্রেফতার করে র্যাব। এরপর সন্ধ্যায় নবীনগর থেকে ভৈরব ক্যাম্পে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে রাতভর নির্যাতন চালিয়ে গুরুতর জখম করে পরদিন সকালে তাকে আবার নবীনগর থানা হাজতে এনে রাখা হয়। ঐদিনই আবু তাহেরকে(মামলার ৩ নম্বর আসামী) ডেকে এনে শাহনুর আলমসহ কয়েকজনকে আসামী করে থানায় একটি এজাহার দেয়া হয়। এই মামলায় শাহনুরকে গ্রেফতার দেখিয়ে ১ লা মে আদালতে প্রেরন করা হয়। সেখান থেকে তাকে জেল হাজতে প্রেরনের পর শারিরীক অবস্থার অবনতি ঘটলে ৪ ঠা মে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।অবস্থার আরো অবনতি হলে ঐদিনই তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে ৬ মে সন্ধ্যায় শাহনুর মারা যান। র্যাব সদস্যদের নির্যাতনের বিষয়টি শাহনুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার পরিবারের সদস্যদের কাছে বর্ননা করে গেছেন বলে আর্জিতে বলা হয়। মামলার এজাহারে আরো বলা হয়, বাদীর পাশের গ্রামের নজরুল ইসলাম(২ নম্বর আসামী) বাদীর ভাই আসানুর আলমকে ইটালি নেয়ার জন্যে ৭ লাখ ২০ হাজার টাকা ব্যাংকের মাধ্যমে গ্রহন করে। এই টাকা ফেরত না দেয়ায় বাদীর বোন রিতা বেগম নজরুলের বিরুদ্ধে মামলা করেন। এর আগে নজরুলের কাছে পাওনা টাকা দাবী করায় নজরুল বাদী ও তার ভাই আসানুরের বিরুদ্ধে নবীনগর ও ঢাকায় ৩ টি মামলা করেন। নজরুল ইসলামই আবু তাহেরের সাথে যোগসাজসে ভৈরব ক্যাম্পের কর্মকর্তাদের প্রভাবিত করে এই হত্যাকান্ড ঘটায় বলে এজাহারে অভিযোগ করা হয়। শাহনূরের পিতা হাজী রহিছ মিয়া বলেন, তার সাত পুরুষের মধ্যে কোন মামলা মোকদ্দমা নেই। আমার ছেলেকে গ্রেফতার করার পর আমি র্যাবের কর্মকর্তাদের বলেছিলেম আমার ছেলে শাহনূর খারাপ নবীনগরের ২/৪ জন লোকও একথা বলতে পারবেনা। আপনারা সবাইকে জিজ্ঞেস করে দেখেন। তাদেরকে অহেতুক আমার ছেলেকে মারধোর না করার জন্যেও বলেছিলাম। কিন্তু তারা আমার ছেলেকে নির্যাতন করে মেরেই ফেলেছে। আমি মঙ্গলবার সারারাত ইবাদত করেছি,যাতে আমার ছেলে হত্যার ন্যায় বিচার পাই। তিনি জানান,শাহনূর এসএসসি প্রথম বিভাগে পাশ করে। পরে এইচএসসি পরীক্ষায় ফেল করে আর পড়াশুনা করেনি। সে নবীনগরে রড,সিমেন্ট ও এলপি গ্যাসের ব্যবসা করতো। তার প্রতিষ্ঠানের নাম মেসার্স এমএ ট্রেডার্স। শাহনূর অবিবাহিত। হাজী রহিছ মিয়ার ৫ ছেলে ও ৫ মেয়ের মধ্যে শাহনূর ছিলেন তৃতীয়। নবীনগর থানার ওসি রুপক কুমার সাহা জানান তিনি বিঞ্জ আদালতের আদেশ শুনেছেন। তবে এ আদেশ তার হাতে পৌছার পর তিনি মামলা গ্রহন করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন।